2024-03-30

কেটিএম এবং মটোরেক্স: রেসিং ইন্ডাস্ট্রির ডেডলী ডুয়ো

motorex main-1711780671.jpg


প্রায় ২ যুগের‌ও বেশী সময় ধরে গ্লোবাল রেসিং ইভেন্টসহ সাধারণ বাজারসমূহে ডমিনেট করে আসছে কেটিএম এবং মটোরেক্স। বিশ্বের মোটরবাইক জগতের অন্যতম সাকসেসফুল ব্র্যান্ড এবং স্পেশালিস্ট লিডিং লুব্রিকেন্ট কোম্পানিটি যখন ২০০৩ সালে পার্টনারশীপ শুরু করে তখনি ধরে নেওয়া হয়েছিল এই পার্টনারশীপটি সাস্টেইন করবে।

কেটিএম এবং মটোরেক্স একত্রে অভিজ্ঞ ডেভেলপমেন্ট টিম তৈরি করেছে যারা “স্টেইট অফ দি আর্ট ইনফ্রাস্ট্রাকচার’’ গঠন করেছে। যেটি স্পেসিফিক সিচুয়েশনের জন্য লুব্রিকেন্ট সলিউশন উৎপাদন করতে সক্ষম। এবং একারণে মটোরেক্স লুব্রিকেন্টকে #raceproven আখ্যা দেওয়া হয়ে থাকে।


কেটিএম কেন মটোরেক্সকে “Firstfill” বলে?

মটোরেক্স শুধুমাত্র‌ রেসট্রাকেই নয় বরং কেটিএমের প্রোডাকশন বুস্ট করতেও ব্যাপক ভূমিকা রেখেছে। মটোরেক্স কেটিএম বাইকের পিক পারফরম্যান্স রাইডারদেরকে দিতে সাহায্য করেছে এবং এর দরুণ ২০২২ সালে কেটিএম বিশ্বজুড়ে ৩৭৫০০০ এর‌ও বেশী ইউনিট সেল করতে সক্ষম হয়।
একটি মজার তথ্য হচ্ছে, প্রতি মাসেই প্রায় ৩২০০০ লিটারের মতো মটোরেক্স ইন্জিন ওয়েল কেটিএম মেশিনগুলোতে ব্যবহৃত হয়। বিগত বছরগুলোতে প্রায় ২.৪ মিলিয়ন স্টক মোটরসাইকেল মটোরেক্সের মাধ্যমে ফিল হয়ে বাজারে এসেছে। এজন্য‌ই কেটিএম মটোরেক্সকে তাদের বাইকের ক্ষেত্রে “First Fill” হিসেবে সম্বোধন করে থাকে।

টোরেক্স এবং কেটিএম উভয়েই একে অপরের গুরুত্ব অনুধাবন করে এসেছে। এবং এর‌ই স্বীকৃতিস্বরূপ কেটিএম
২০১৭ সালে মটোরেক্সকে KTM Supplier Quality Excellence Award 2017 প্রদান করে। অন্যদিকে মটোরেক্স তাদের সাথে কেটিএমের পার্টনারশীপের ২০ বছরের পূর্তি উপলক্ষে Exclusive Limited Edition এর দুটি হাই পারফরম্যান্স ইন্জিন ওয়েল লঞ্চ করে। POWER SYNT 4T SAE 10W/50 এবং CROSS POWER 2T নামের এই দুটি প্রোডাক্ট এক্সক্লুসিভলি কেটিএম ডিলারদের কাছেই শুধু পাওয়া যাবে।


Deadly Duo 3-1711780781.jpg
রেসিং জগতে দাপুটে ডুয়ো কেটিএম এবং মটোরেক্স:

মটোরেক্স এবং কেটিএম উভয়েই প্রোডাক্টের ক্ষেত্রে ১০০ শতাংশ কমিটমেন্টে বিশ্বাস করে। দুই কোম্পানিই বিশ্বের রেসট্র্যাকগুলোকে ডমিনেট করে এসেছে এবং নিজেদের ফিল্ডে তারা উভয়েই মার্কেট লিডারস।

KTM and Motorex The  4-1711781237.jpg
২০০৩ সালে যখন কেটিএম মোটরসাইকেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে যাত্রা শুরু করে তখন মটোরেক্স ১২৫ সিসি ক্লাসে তাদের টেকনিক্যাল পার্টনার হয়। সেই বছরেই কেটিএম
মালয়েশিয়াতে তাদের প্রথম পোডিয়াম ফিনিশ অর্জন করতে সক্ষম হয় এবং ২০০৪ সালে কেসি স্টোনার কেটিএমের হয়ে তাদের প্রথম জয় ছিনিয়ে আনেন। KTM 125 FRR এ কেটিএমের স্লিম অরেন্জ ফেইরিং এর সাথে মটোরেক্সের গ্রীণ লগোর কম্বিনেশন তখন রেসট্র্যাকে একটি আলাদা ভাইব তৈরী করতে সক্ষম হয়েছিল।এরপর আর এই ডুয়ো কে পিছনে ফিরে তাকাতে হয়নি।

২০ বছরের‌‌ও অধিক পার্টনারশিপের এই সময়ে তারা ১২২+ টি এফ‌আইএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ জয় করেছে এবং প্রতিনিয়ত বিভিন্ন রেসিং ইভেন্টে তাদের সাফল্যগাথা রচনা করে যাচ্ছে। সর্বশেষ তারা Kevin Benavides এর হাত ধরে (Red Bull KTM Factory Racing) Rallye Dakar Moto রেসিং এ জয়লাভ করেছে।

২০২০ সিজনে কেটিএমের Brad Binder KTM RC16 এ ৩৬২.৪ কি.মি/ঘন্টা তুলে মটোজিপি ওয়ার্ল্ড স্পীড রেকর্ড সৃষ্টি করেন।

2022-1711781737.jpg
এরপর ২০২২ সালে অলিভিয়েরার ইন্দোনেশিয়ায় জয় প্রিমিয়ার ক্লাসে কেটিএম এবং মটোরেক্সের একত্রে চারটি গ্র্যান্ড প্রিক্স জয়ের গৌরবোজ্জ্বল রেকর্ডের সৃষ্টি করে। মটোরেক্সের ফার্স্টক্লাস সলিউশনস এপর্যন্ত সবমিলিয়ে কেটিএমের আর্কাইভে ৩৩০ টি এফ‌আইএম ওয়ার্ল্ড টাইটেল অর্জন করতে সহায়তা করেছে এবং Enduro ও MXGP সহ AMA Supercross, AMA Pro National Motocross and MotoGP™, Moto3™ and Moto2™ তে পোডিয়াম ফিনিশ এনে দিয়েছে। (কেটিএম প্রিমিয়ার ক্লাসে জয় লাভ করে ২০১০-২০১৪,২০১৭,২০১৮,২০২১ সালে এবং MX2 championship জয় করে ২০০৪,২০০৮-২০১৪,২০১৬-২০২০ এবং ২০২২)

আশা করা যায়, ভবিষ্যতেও Moto2 এবং Moto3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, শীর্ষ Motocross এবং Supercross ক্লাস এবং Enduro/Offroad কম্পিটিশন গুলোতে KTM টিম MOTOREX-এর হাই-পারফরম্যান্স প্রোডাক্টের উপর নির্ভর করে থাকবে।

মটোরেক্সের এবং কেটিএমের শীর্ষস্থানীয় পরিচালকরাও ঠিক এক‌ই আশা ব্যক্ত করেছেন। মটোরেক্সের সিইও এডি ফিশার বলেন:

“১২০+ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের পরেও আমাদের মাঝে সেই এক‌ই পরিমাণ জয়ের আকাঙ্খা রয়ে গিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আরোও ভালো ফলাফল এই পার্টনারশীপ নিয়ে আসবে।“


কেটিএম মটোরস্পোর্টের ডিরেক্টর পিট বিয়েরার বলেন,
“কেটিএম এবং মটোরেক্স সর্বদাই মোটরসাইক্লিং ইন্ডাস্ট্রির স্পটলাইটে থাকবে এবং এর প্রমাণ হচ্ছে বিগত বছরগুলোতে আমাদের অর্জিত টাইটেলসমূহ।“



বাংলাদেশের বাইকিং কমিউনিটির জন্য সুখবর হচ্ছে এই ডেডলী ডুয়োকে আপনারা এখন হাতের নাগালেই পেয়ে যাবেন।বাংলাদেশের রাইডারদের কথা বিবেচনা করে মটোরেক্সকে দেশের বাজারে নিয়ে এসেছে রয়েল এন্টারপ্রাইজ। মটোরেক্সের সকল প্রোডাক্টের প্রাইস এবং ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন।

Oil News

WhatsApp Image 2025-11-25 at 5.12.45 PM-1764842599.jpeg
Which Engine Oil Is Best for Your Bike?
calender 2025-12-04

A bike’s performance largely depends on the engine oil you use. Generally, engine oils are of three types — Mineral, Semi-S...

English Bangla
why Yamalub-1764479467.png
Why should a biker use Yamalube engine oil for his bike?
calender 2025-11-30

A biker, particularly one who rides a Yamaha motorcycle, should purchase Yamalube engine oil because it is a "liquid engine comp...

English Bangla
Yamalub Price in october-1760940949.jpg
Yamalube Engine Oil Price in Bangladesh October 2025
calender 2025-10-20

Yamalube is a renowned engine oil brand in Bangladesh, most of whose products are used in premium quality bike models, one of th...

English Bangla
Yamalube Engine Oil Price in Bangladesh September 2025-1759228650.jpg
Yamalube Engine Oil Price in Bangladesh September 2025
calender 2025-09-30

Yamalube is one of the best engine oil brands in Bangladesh, every product in its product list is at the top of the preference...

English Bangla
Yamalube Engine Oil Price in Bangladesh July 2025-1751542376.jpg
Yamalube Engine Oil Price in Bangladesh July 2025
calender 2025-07-03

Yamalube is one of the few premium segment engine oils sold in the Bangladeshi motorcycle market, which may seem to be only applic...

English Bangla