বাজাজ ইন্ডিয়ার একটি সুপরিচিত বাইক ম্যানুফ্যাকচুরিং ব্র্যান্ড, তারা প্রায় সকল শ্রেণীর বাইক প্রস্তুত করে থাকে, এর মধ্যে কমিউটার, স্পোর্টস, নেকেড স্পোর্টস, এডভেঞ্চার ট্যুরিং ইত্যাদি, এর মধ্যে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ১৫০ সিসি সেগমেন্টে এর অন্যতম সেরা বাইক পালসার ১৫০, এর আগে আমরা বাংলাদেশের অন্যতম সেরা কমিউটার বাইক বাজাজ ডিস্কোভার এর সেরা ৫ টি ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলেছিলাম, আজ আমরা পালসারের জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলব , এর মধ্যে সেন্থেটিক , সেমি-সিন্থেটিক, মিনারেল ইঞ্জিন অয়েল উল্লেখ করা হবে।
1. Castrol power 1 racing:
Castrol power 1 racing সাশ্রয়ীও অন্যতম সেরা ও অধিক বিক্রিত ইঞ্জিন অয়েল, এটি বাইকে সেরা পারফর্মেন্স ও স্মুথনেস দিয়ে থাকে এবং এর ব্যবহারকারীদের থেকে এই ইঞ্জিন অয়েলের ভালো রিভিউ পাওয়া গেছে, এর ড্রেন পিরিয়ড ও যথেষ্ট ভালো, এর বর্তমান বাজার মূল্য ১০০০ টাকা।
2. Havoline 20W50 Mineral:
এই ইঞ্জিন অয়েলের ব্যবহারকারীরা এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে, মিনারেল ইঞ্জিন অয়েল হিসাবে এর পারফর্মেন্স ও ড্রেন পিরিয়ড অনেক ভালো, এবং তারা এটি ব্যবহার করে বেশ ভালো পারফর্মেন্স পাচ্ছে, এর বর্তমান বাজার মূল্য ৫২০ টাকা।
3. Mobil Superᵀᴹ 4T 20W-50:
মবিল বিশ্বের অন্যতম সেরা লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং আমাদের মধ্যে অনেকেই ইঞ্জিন অয়েল বলতে মবিল বুঝিয়ে থাকি, এই জন্য এর চাহিদা ও অনেক বেশি, তারা সাশ্রয়ী মুল্যে সেরা মানের ইঞ্জিন অয়েল দিচ্ছেন, এবং তাদের Mobil Superᵀᴹ 4T 20W-50 ইঞ্জিন অয়েলটি পালসার বাইকের জন্য বেশ ভালো, এর বর্তমান বাজার মূল্য ৫১৫টাকা।
4. Motul 7100 4T 20W50:
Motul 7100 4T 20W50 এটি অন্যতম সেরা ও অধিক বিক্রিত সিন্থেটিক ইঞ্জিন অয়েল, এর দাম বিবেচনায় এর মান অনেক ভালো এবং পালসারে ব্যবহারের জন্য এটি অন্যতম সেরা ইঞ্জিন অয়েল , এটি আপনারা ২৫০০ কিলোমিটার বা তার অধিক সময় ব্যবহার করতে পারেন, এই ইঞ্জিন অয়েলের বর্তমান বাজার মূল্য ১২৫০টাকা।
5. BP Visco 20W50:
BP একটি শীর্ষে অবস্থানকারী ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং BP Visco 20W50 তাদের সর্বাধিক বিক্রিত ইঞ্জিন অয়েল এর দাম বাজারের অন্যান্য মিনারেল ইঞ্জিন অয়েলের চেয়ে বেশি হয়েও এর পারফর্মেন্স দাম অনুযায়ী অনেক ভালো এবং এটি ১০০০+ কিলোমিটার ব্যবহার করা যায়, এবং এটি চাইলেই দীর্ঘদিন ব্যবহার করতে

পারবেন, এর বর্তমান বাজার মূল্য ৫৮০ টাকা।
এই ছিলো বাজাজ পালসারের জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল এর লিস্ট আমরা ব্যবহারকারীদের থেকে তাদের মতামতের ভিত্তিতে আমরা এই ইঞ্জিন অয়েল গুলো উল্লেখ করেছি।