Yohe 978 Joker Edition হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা হাসান আল মামুন

English Version
calender 2021-12-20

Yohe 978 Joker Edition হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা হাসান আল মামুন

Review Disclaimer Bn

Yohe-978-Joker-Edition-User-Review-By-Hasan-Al-Mamun-1639994835.jpg
একজন বাইকার হিসেবে আমি সব সময় চাই নিজের নিরাপত্তা নিশ্চিত করে বাইক রাইড করতে। বাইক রাইডের ক্ষেত্রে হেলমেট গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের অনেক নিরাপত্তা দিয়ে থাকে। একজন আদর্শ বাইকারের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল হেলমেট পরিধান করে বাইক রাইড করা। আমি যখন বাইক রাইড করি তখন হেলমেট ব্যবহার করি এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করি । এই সার্টিফাইড হেলমেট ব্যবহার করার অন্যতম কারণ হল নিজের নিরাপত্তা সর্বাগ্রে। হেলমেট কেনার ক্ষেত্রে বাজেটের একটি বিষয় থাকে তাই আমার বাজেটের মধ্যে ভালো মানের , ভালো ব্রান্ডের হেলমেট খুঁজতে থাকি। আমার কাছে বাজেট অনুযায়ী ভালো লেগেছে Yohe Joker Edition হেলমেটটি। প্রায় ১ বছর ধরে আমি এই হেলমেট ব্যবহার করছি । আজ আমি আপনাদের সাথে এই হেলমেটের ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করবো।

Yohe 978-2-43#A Joker Edition এর ভালো দিক
• এই হেলমেট পড়ে যখন রাইড করি তখন বাইরের নয়েজ অনেক কম মনে হয় এবং স্বস্তি লাগে।
• প্যাডিংগুলো অনেক নরম ও আরামদায়ক
• চিন গার্ডটা অনেক ভালো
• ভাইজর দাগ প্রতিরোধক
• এয়ার ভেন্টিলেশন সিস্টেম খুবই ভালো

Yohe 978-2-43#A Joker Edition এর মন্দ দিক
• ভাইজর লকের সমস্যা । আমি এই সমস্যাটা ১ বছর পর অনুভব করলাম এবং যতদিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে সমস্যাটা বেড়ে যাচ্ছে।

আমি এই হেলমেটটি ৫,৫০০ টাকা দিয়ে ঢাকার একটি বাইক শপ থেকে ক্রয় করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে Yohe 978-2-43#A Joker Edition সেরা হেলমেট।

More Reviews On Yohe 978 Joker Edition

Yohe-978-Joker-Edition-User-Review-By-Hasan-Al-Mamun-1639995521.jpg
Yohe 978 Joker Edition হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা হাসান আল মামুন
2021-12-20

একজন বাইকার হিসেবে আমি সব সময় চাই নিজের নিরাপত্তা নিশ্চিত করে বাইক রাইড করতে। বাইক রাইডের ক্ষেত্রে হেলমেট গুরুত...

Bangla English

Related E helmet


No helmet found