YOHE 978 24 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা আসিফ

English Version
calender 2022-01-11

YOHE 978 24 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা আসিফ

Review Disclaimer Bn

YOHE-978-24-Helmet-User-Review-by-Asif-1641878469.jpg
আমি একজন হেলমেট প্রেমি বাইকার তাই আমি বিভিন্ন ধরনের হেলমেট ব্যবহার করতে পছন্দ করি। MT ব্রান্ডের হেলমেট ব্যবহার করার পর আমার নজরে আসে YOHE ব্রান্ডের হেলমেট এবং আমি লক্ষ্য করলাম যে ২০১৯ সালের দিকে YOHE সুন্দর সুন্দর গ্রাফিক্স ও ডিজাইনের সার্টিফাইড হেলমেট বাজারে নিয়ে আসে। আমি তাদের শো-রুমগুলো ভিজিট করি এবং দেখি যে তাদের হেলমেটের প্যাডিং , ডিজাইন ও সার্টিফিকেশন বাজেট অনুযায়ী অনেক ভালো। আমি মনে করি যে, কম বাজেটের মধ্যে ভালো একটা হেলমেটের অনুভুতি নিতে হলে অবশ্যই YOHE ব্রান্ডের হেলমেট নিতে হবে। আমি পরিক্ষামুলকভাবে আমার বন্ধুকে এই হেলমেট ক্রয় করতে বলি এবং সে YOHE এর হেলমেট ক্রয় করে ১ বছর ব্যবহার করেছে। তারপরে আমি দেখলাম যে, হেলমেটগুলো আসোলেই অনেক ভালো এবং আমিও SRT সিরিজের একটি হেলমেট ক্রয় করে ফেলি। এখন আমি আমার এই হেলমেট নিয়ে আমার ভালো মন্দ কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।

YOHE 978-24# এর ভালো দিকগুলো হল
•ডিজাইন ও গ্রাফিক্স অনেক আকর্ষণীয় ।
•প্যাডিংগুলো অনেক আরামদায়ক বাজেট অনুযায়ী।
•হেলমেট ব্যবহার করে অনেক আরামদায়ক
•ওজন ডিস্ট্রিবিউশন অনেক ভালো
•বাইরের নয়েজ অনেক কম
•মাথায় দেওয়ার পর রাইড করে অনেক বেশি আরাম অনুভব করি কারন ওজন কম ।

YOHE 978-24# এর মন্দ দিকের মধ্যে আমার একটি বিষয় সবচেয়ে বেশি খারাপ লেগেছে তা হল এর লক সিস্টেম। আমার হাত থেকে এই হেলমেট পড়ে গিয়েছিলো এবং এর ভাইজর দুর্বল লকের কারনে খুলে গিয়েছিলো। আমি মনে করি এই হেলমেটের লক সিস্টেম আরও উন্নত করা উচিত।

এই ছিলো YOHE 978-24# নিয়ে আমার অভিজ্ঞতা। আশা করি আপনারা এই হেলমেট সম্পর্কে স্পষ্ট ধারণা পেলেন।

More Reviews On Yohe 978-24#

YOHE-978-24-Helmet-User-Review-by-Asif-1641878508.jpg
YOHE 978 24 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা আসিফ
2022-01-11

আমি একজন হেলমেট প্রেমি বাইকার তাই আমি বিভিন্ন ধরনের হেলমেট ব্যবহার করতে পছন্দ করি। MT ব্রান্ডের হেলমেট ব্যবহার ক...

Bangla English