2022-01-02
Yohe 978-2-38B হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা সায়েম শান্ত

আমি অনেক আগে থেকেই সার্টিফাইড হেলমেট ব্যবহার করি। আমার কাছে সার্টিফাইড হেলমেট খুবই ভালো লাগে কারণ এই হেলমেটগুলোর নিরাপত্তা খুব ভালো হয় এবং ডিজাইন ও গ্রাফিক্সের দিক থেকে অসাধারন কিছু কালেকশন পাওয়া যায়। আমি সর্ব প্রথম MT ব্র্যান্ডের সার্টিফাইড হেলমেট ব্যবহার শুরু করি তারপর আমার কাছে একটি হেলমেট খুবই ভালো লাগে যার নাম হল Yohe 978-2-38#B। Yohe তাদের ভালো মানের সার্টিফাইড কিছু হেলমেট বাজারে নিয়ে এসেছে এবং সেগুলো খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আমি প্রায় ১ বছর যাবত এই হেলমেটটি ব্যবহার করছি এবং ব্যবহার করে আমার কাছে যে ভালো মন্দ বিষয়গুলো এসেছে সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো।
Yohe 978-2-38#B হেলমেটের ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি
-এই হেলমেটের প্যাডিং সিস্টেম অনেক ভালো । আমি এর পুর্বে যে হেলমেটগুলো ব্যবহার করেছি তার থেকে আমার কাছে এই -হেলমেটের প্যাডিং অনেক বেশি ভালো মনে হয়েছে। আমি মনে করি যে, বর্তমান বাজারে বিদ্যমান সকল হেলমেটের মধ্যে -এই বাজেটে Yohe 978-2-38#B এর প্যাডিং খুবই ভালো।
-ডিজাইন ও গ্রাফিক্স আমার কাছে এই বাজেটের মধ্যে অনেক ভালো লেগেছে।
-আমি এই হেলমেট পড়ে অনেক লং রাইড করেছি । এই লং রাইডের ক্ষেত্রে আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়েছে কারণ এর ওজন অনেক কম মাত্র ১৪৫০ গ্রাম।
-এয়ার ভেন্টিলেশন সিস্টেম ভালো থাকার কারণে আমি অনেক আরাম পাই।
Yohe 978-2-38#B এর মন্দ দিক
আমি শুধুমাত্র একটি মন্দ দিক পেয়েছি তা হল, এই হেলমেটের ভাইজর তেমন ভালো মানের না । ভাইজর এক্টুতেই স্ক্র্যাচ পড়ে যায় এবং রাতের রাইডে একটু সমস্যা হয়।
আমি রাজশাহীর স্বনামধন্য গিয়ারস শপ Moto Valley থেকে এই হেলমেট কিনেছি এবং আমি ব্যবহার করে অনেক সন্তুষ্ট আছি।