TORQ Ranger Spartan ফিচার রিভিউ

English Version
calender 2021-12-13

TORQ Ranger Spartan ফিচার রিভিউ

TORQ-Ranger-Spartan-Features-Review-1639396241.JPG
TORQ হেলমেট যত্নসহকারে একদল ইন্ডিয়ান হেলমেট প্রস্তুতকারকের দ্বারা আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরী করা হয়ে থাকে। সকল টর্ক হেলমেট তৈরি করতে প্রস্তুতকারক সমস্ত উৎপাদন পর্যায়ে ইউরোপীয় মান অনুসরণ করে। এছাড়াও, TORQ ট্যাগের অধিনে তৈরি সমস্ত হেলমেট ইন্ডিয়ান ISO সেফটি স্ট্যান্ডার্ড মেন্টেইন করে বাজারে আসে। TORQ হেলমেটগুলি ডিজাইন করা হয়েছে আকর্ষণীয়ভাবে, সেই সাথে আরামদায়ক, ওজনে হালকা, এবং সেগুলির গুণমান এবং স্থায়িত্ব বেশ ভাল। খুব অল্প সময়ের মধ্যেই TORQ হেলমেট জনপ্রিয় হয়ে উঠেছে এর যুক্তিসঙ্গত দাম, নিরাপত্তা, কমফোর্ট এবং চমৎকার ডিজাইনের কারণে।

TORQ Ranger Spartan হল তাদের আকর্ষণীয় একটি পণ্য যা বিভিন্ন বৈশিষ্ট্য এবং উপযুক্ত দামের কারনে প্রচলিত। আজ আমরা TORQ হেলমেটের এই প্রোডাক্টটি বেছে নিয়েছি আপানাদের ফিচারগুলো সম্পর্কে জানানোর জন্য।

এক নজরে TORQ Ranger Spartan এর বিশেষ কিছু ফিচারসঃ
- এডভ্যান্সড এবিএস শেল
- কুলম্যাক্স টেকনোলজি
- ওয়াশেবল, ব্রিথেবল এবং রিমুভেবল ইনার লাইনার
- অ্যান্টি-স্ক্র্যাচ ডুয়াল ভাইসর
- ডিউরেবল ভাইসর
- আল্ট্রা-ভায়লেট (ইউভি) কোটিং
- কুইক রিলিজ প্লেট
- মাইক্রোমেট্রিক বাকল।
- লাইটওয়েট

সার্টিফিকেশন
TORQ-Ranger-Spartan-Certification-1639396231.jpg
আমরা আগেই উল্লেখ করেছি, সকল টর্ক হেলমেট তৈরি করতে প্রস্তুতকারক সমস্ত উৎপাদন পর্যায়ে ইউরোপীয় মান অনুসরণ করে। এছাড়াও, TORQ ট্যাগের অধিনে তৈরি সমস্ত হেলমেট ইন্ডিয়ান ISO সেফটি স্ট্যান্ডার্ড মেন্টেইন করে বাজারে আসে। অতএব, TORQ Ranger Spartan হেলমেটগুলিও ISO সার্টিফাইড স্ট্যান্ডার্ড ।

ডিজাইন এবং অউটার শেলঃ
TORQ-Ranger-Spartan-Design-and-shell-material-1639396236.jpg
TORQ হেলমেটগুলি নিরাপদ, আরামদায়ক, অনন্য ডিজাইনের, যা আক্ষরিক অর্থে বাইকার দাবি করে। আমরা যদি TORQ Ranger Spartan-এর ডিজাইনের দিকে তাকাই, একটি ফুল ফেস ক্যাটাগরির হেলমেট হিসেবে এতে মাল্টি কালার টোনিং সহ গ্লসি কালার শেড রয়েছে। বেশিরভাগ অংশই লাল এবং কালো সংমিশ্রণে তৈরী, তবে একটি সুন্দর ধূসর পালক ডিজাইন এবং পিছনের নিয়ন কঙ্কাল চিহ্ন গ্রাফিক্সকে আরও আকর্ষণীয় করে তোলে। এই হেলমেটে রয়েছে অ্যাডভান্সড ABS শেল, যা এই হেলমেটটিকে অসাধারণ লাইটওয়েট দেয়। এই হেলমেটটির ওজন শুধুমাত্র 1300gm ± 50gm। তাছাড়া, সামগ্রিক শেলটি হল আল্ট্রা-ভায়লেট (ইউভি) কোটেড, যা যেকোনো আবহাওয়ায় দীর্ঘস্থায়ী রঙ এবং টেনশনমুক্ত রাইডিং নিশ্চিত করে।

সেফটি মেসারঃ
TORQ-Ranger Spartan-Safety-measures-1639396226.jpg
TORQ Ranger Spartan এর জন্য, উৎপাদনকারী কোম্পানি কুলম্যাক্স প্রযুক্তি ব্যবহার করেছে। এই প্রযুক্তিটির কারনে হেলমেটে থাকছে পলেস্টার ফাইবার ফেব্রিক যা আপনাকে তাপ থেকে দূরে রাখতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এই শীতল প্রযুক্তি স্থায়ী আর্দ্রতাকে কমিয়ে এনে আপনার রাডিংকে আরামদায়ক করে তুলবে। তাছাড়া এবিএস শেলও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেতো বটেই। শেলের কারণে, হেলমেটের জন্য পড়ে গেলে ছোট ছোট দাগ এবং স্ক্র্যাচ সহ্য করতে সমস্যা হবে না।

ইনার লাইনারঃ
TORQ-Ranger-Spartan-Inner-liner-1639396245.jpg
TORQ Ranger Spartan এর জন্য ব্যবহৃত ইনার প্যাডিং বা লাইনার প্রয়োজনে ব্যবহারকারী সহজেই ধুতে এবং প্রয়োজনে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন।

ভাইসর সাপোর্টঃ
TORQ-Ranger-Spartan-Visor-support-1639396256.jpg
TORQ Ranger Spartan এ থাকছে না পিনলক সাপোর্ট, তবে এর অ্যান্টি-স্ক্র্যাচ ডুয়াল ভাইসর নিশ্চিত করবে যে রাইডার রাইড করার সময় ভালোভাবে যেন দেখতে পারে। সেই সাথে ভেতরে থাকা সান ভাইসর এক্সট্রা রোদের পরিস্থিতিতে রাইডারকে বেশ সাপোর্ট দেবে। কুইক রিলিজ প্লেট আমাদের রাইড করার সময় ভাইসর নামানো ওঠানোর ক্ষেত্রেটি সহজ করে তুলবে। বিল্ট স্পেসের কারণে হেলমেটের সাইড ভিশন দারুণ।

ভেন্টিলেশনঃ
TORQ-Ranger-Spartan-Ventilation-1639396251.jpg
TORQ Ranger Spartan -এ রয়েছে চ্যানেলড আপসাইড ভেন্টিলেশন যা বেশ ভাল ভাবেই গরম বাতাস বের করে রাইডিং এর সময় কমফোর্ট নিশ্চিত করবে। এবং সামনের মাউথ ভেন্টিলেশন রাইডারদের আরো বেশি কমফোর্ট দিবে। দীর্ঘ সময় ভ্রমণের জন্য এই ধরনের ভেন্টিলেশন সত্যিই খুব সহায়ক, তবে এই হেলমেটের ফ্রন্ট মাউথ ভেন্টের খোলা লাগানোর সিস্টেমটা ভেতরে থাকায় কিছুটা বিরক্তির কারন হতে পারে।

শেষকথাঃ
TORQ Ranger Spartan হেলমেটে সমস্ত প্রয়োজনীয় ফিচারস রয়েছে যা হেলমেটটিকে নিরাপদ, আরামদায়ক এবং অনন্য করে তুলতে পারে। স্পিডোজ লিমিটেড ২০১৯ সাল থেকে বাংলাদেশে এই হেলমেটগুলি ডিস্ট্রিবিউট করা শুরু করে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে একজন রাইডারের প্রয়োজনীয় সমস্ত অতিরিক্ত পার্টস তারা সরবরাহ করে। এই সেফটি গিয়ারের এদামের পরিধিকে যুক্তিসঙ্গত হিসাবে বিবেচনা করা হয়, যা এরজনপ্রিয় হওয়ার বড় কারণ। হেলমেটটি মাল্টিকালার স্কিমে থাকায় এর অন্য কোন কালার ভেরিয়েন্ট নেই, যদিও TORQ-এর অন্যান্য বেশ কিছু সিরিজের হেলমেট বাজারে রয়েছে ভিন্ন কালার এবং গ্রাফিক্সের।

More Reviews On TORQ Ranger Spartan

TORQ-Ranger-Spartan-Features-Review-1639396667.JPG
TORQ Ranger Spartan ফিচার রিভিউ
2021-12-13

TORQ হেলমেট যত্নসহকারে একদল ইন্ডিয়ান হেলমেট প্রস্তুতকারকের দ্বারা আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরী করা হয়ে থাকে। স...

Bangla English