2022-12-27
KYT TT Course Jaume Masia Winter Test ব্যবহাররের অভিজ্ঞতা

আমি যখন থেকে বাইক কেনার সিদ্ধান্ত নিই তখন থেকেই আমার মনে স্থান নেয় ভালো একটা সার্টিফাইড হেলমেট কেনার কারণ আমি আশেপাশে অনেক লক্ষ্য করে দেখেছি যে সার্টিফাইড হেলমেট না থাকার কারনে অনেকেই বড় বড় দুর্ঘটনার শিকার হয়ে মাথায় বেশ ভালোভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। তাই হেলমেট পড়ে রাইড করা খুবই জরুরী । আমাদের স্থানীয় বাজারে নামীদামী অনেক হেলমেড ব্র্যান্ড হয়েছে তার মধ্যে আমার বন্ধু রিমন এর পরামর্শে কিনে ফেলি KYT TT Course Jaume Masia Winter Test । আমি প্রায় অনেক দিন যাবত এই হেলমেট ব্যবহার করছি এবং আমার সামনে এর ভালো মন্দ কিছু বিষয় ফুটে উঠেছে যেগুলো আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করা খুবই গুরুত্বপুর্ন। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমার ব্যবহৃত হেলমেট KYT TT Course Jaume Masia Winter Test এর ভাল মন্দ দিক।
KYT TT Course Jaume Masia Winter Test এর ভালো দিকের মধ্যে রয়েছে।
• এয়ার ভেন্টিলেশন সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে। গরমের সময় আমি রাইড করে খুব আরাম পাই পাশাপাশি শীতের মধ্যেও ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করে না।
• ভাইজরের কোয়ালিটি আমার কাছে অনেক উন্নতমানের মনে হয়েছে।
• হেলমেটটি অনেক দিন ধরে ব্যবহার করার পরেও বাইরের নয়েজ আমার কাছে খুব কম মনে হয়েছে অর্থাৎ নয়েজ ফ্রী হেলমেট।
• পাডিং সিস্টেমগুলো আমার কাছে দারুন লেগেছে এবং এগুলো যথেষ্ট আরামদায়ক।
• ওজন ডিস্ট্রিবিউশন আমার কাছে বেশ ভালো লেগেছে। লং রাইডের ক্ষেত্রে আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি।
• বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। সামান্য আঘাতে তেমন মেজর কিছু হয় না।
KYT TT Course Jaume Masia Winter Test এর মন্দ দিকের মধ্যে আমি শুধুমাত্র একটি বিষয় পেয়েছি তা হল আমি যখন মাথা থেকে হেলমেট খুলি তখন এর পেছনের প্যাডিংটা খুলে আসে। এটা তেমন মেজর সমস্যা না তবে আমার কাছে মনে হয়েছে এটা না হলেও পারতো।
এই ছিলো আমার হেলমেট KYT TT Course Jaume Masia Winter Test নিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা। আশা করি আপনারা এই হেলমেট সম্পর্কে একটি ভালো ধারণা লাভ করতে পেরেছেন। যারা এটা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কিনতে পারেন।