2022-05-17
Axor BD50 হেলমেট ব্যবহারকারীর অভিজ্ঞতা নাসিদ আলি

হ্যালো আমি নাসিদ আলি, আজ আমি আপনারদের সাথে Axor BD50 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো। Axor helmet ডিজাইন ও প্রস্তুত করা হয় ইতালি তে এবং ইন্ডিয়ায় এটি Vega হেলমেট এর মাধ্যমে বিক্রয় করা হয়। আমি এটি দীর্ঘ ১ মাস যাবত ব্যবহার করছি এবং এর কিছু ভালো ও মন্দ দিক পেয়েছি যা আজ আপনাদের সাথে শেয়ার করবো।
ভালো দিকসমুহঃ
-হেলমেটের বাতাস প্রবাহ অর্থাৎ এর ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো লেগেছে।
-এর প্যাডিং বেশ আরামদায়ক।
-ভাইজর প্রসস্থ হওয়ায় দেখতে কোনো প্রকার সমস্যা মনে হয়না।
-বাইক চালানোর সময় বাইরের নয়েজ অনেক কম পেয়েছি।
-সাশ্রয়ী মুল্যে কিনতে পাওয়া যায়।
-গ্রাফিক্স ও কালার কোয়ালিটি ভালো লেগেছে।
-ECE ও DOT সার্টিফাইড।
-বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে।
মন্দ দিকসমূহঃ
-ওজন বেশ ভারী, বেশি সময় ব্যবহার করলে ঘাড়ে ব্যাথা অনুভব হয়।
-সান ভাইসর নেই
-ভাইসর এ খুব সহজেই দাগ পরে যায়।
-চিন গার্ড আরামদায়ক নয়
এই ছিল আমার Axor Helmet ব্যবহারের অভিজ্ঞতা। দাম অনুযায়ী এটি অনেক ভালো কিছু দিচ্ছে, আপনি যদি কম বাজেটে একটি ভালো সার্টিফাইড হেলমেট কিনতে চান তবে এটি একটি ভালো অপশন হতে পারে। আমি সবাইকে এটি কিনতে আগ্রহী করবো।