চলতি ২০২২ সালে ইটালীয়ান ব্রান্ড Nolan হেলমেট তাদের ৫০তম বর্ষপুর্তি উদযাপন করতে যাচ্ছে আর এই বছরটাকে বিশেষভাবে স্বরনীয় করে রাখতে Nolan হেলমেট তাদের হেলমেটে বিশেষ প্রতিকৃতি দিয়ে বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। বলা বাহুল্য যে বিগত ৫০ বছরে হেলমেট ব্র্যান্ড হিসেবে Nolan মানসম্মত ভিজর এবং প্রথম মড্যুলার ফ্লিপ-আপ হেলমেট তৈরিতে বিশ্বব্যাপী বিশেষ সুনাম অর্জন করে চলেছে।
এমনকি বিশ্ব-মানের বাইক রেসার যেমন কেসি স্টনার, জর্জ লরেঞ্জো এবং ড্যানিলো পেট্রুচি গ্র্যান্ড প্রিক্স সার্কিটে নোলান/এক্স-লাইট হেলমেট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নোলান এখনও বিশ্বের সবচেয়ে সেরা রাইডারদের সেবা দান করে চলেছে, রেস-ব্রিড সেফটি ফিচার তার লাইনআপে এখনও অপেক্ষমান, তবে এটি গ্রেক্স ব্র্যান্ডের সাথে এন্ট্রি-লেভেল মার্কেটিং এর কাজ করে চলেছে।
১৯৭২ সাল থেকে Nolan সেফটি গিয়ার নিয়ে বাইক মার্কেটে কাজ করে চলেছে। কোম্পানীর অর্ধশতবর্ষ উদযাপন করতে, নোলান তার N100-5 PLUS, N80-8, X-1005, এবং X-803 RS Ultra Carbon মডেলের বিশেষ সংস্করণ বাজারজাত করবে। ৫০ তম-বার্ষিকী ডিজাইন একই সাথে রেট্রো-ডিজাইনের গ্রাফিক্স বর্নাঢ্য ইতিহাসকে স্বরন করার ক্ষেত্রে একটি বিশেষ স্বারকের ভুমিকায় কাজ করবে। যদিও ডিজাইন/আকার প্রায় একই রকম থাকবে, তবে নোলান প্রতিটি লিডের আকার এবং অনুপাতের সাথে মানানসই ডিকালগুলিকে সামঞ্জস্য করবে।
সাদা, লাল এবং কালো লিভারি ব্র্যান্ডের ইতালীয় শিল্পকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য অন্যদিকে, কার্বন ফাইবারের মতো আধুনিক ফিনিশগুলি নতুন সংস্করনের এই নোলান/এক্স-লাইটের কর্মক্ষমতা বেশখানিকটা বৃদ্ধি করবে। গোল্ডেন এন্যিভার্সারীর উদযাপন উপলক্ষ্যে, প্রতিটি হেলমেটে গোল্ডেন নোলান এবং এক্স-লাইট লোগো থাকবে। চারটি বিশেষ-সংস্করণের হেলমেট একই রকম ডিজাইন, টেকনোলোজি এবং ফিচার থাকবে, কিন্তু নোলানের ভিজরগুলি একটি পলিকার্বোনেট শেল দিয়ে তৈরি যেখানে এক্স-লাইট হেলমেটগুলি কার্বন ফাইবার শেল দিয়ে ডিজাইন করা৷
N80-8 ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে €319.99 (বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯,৫০০ টাকা) খুচরা বিক্রি হবে যেখানে N100-5 Plus ৫০তম বার্ষিকীতে বিক্রি হবে €479.99 (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪,০০০ টাকা)। X-Lite এর দিকে, X-1005 আল্ট্রা কার্বন ৫০ তম বার্ষিকী €699.99 (বাংলাদেশি টাকায় ৬৪,০০০ টাকা), এবং X-803 RS Ultra Carbon ৫০তম বার্ষিকীতে €729.99 (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭,০০০ টাকা)।
বাংলাদেশে Nolan এবং X-Lite হেলমেট আমদানী করে থাকে ACI Motors Ltd অর্থাৎ Yamaha। যেহেতু বাংলাদেশে Nolan এবং X-Lite হেলমেটের জনপ্রিয়তা বেশ ভালভাবেই দৃশ্যমান তাই আমরা আশা করতেই পারি যে স্পেশাল এডিশনের Nolan এবং X-Lite হেলমেট খুব শীঘ্রই আমরা বাংলাদেশের বাজারে দেখতে পাবো।
Total view: 831