টিউব বনাম টিউবলেস টায়ার

2021-09-26

টিউব বনাম টিউবলেস টায়ার


Tube-Tyre-Tubeless-Tyres-1632653981.jpg
একটি বাহন চলমান অবস্থায় পুর্ন নিয়ন্ত্রন এবং সঠিকভাবে পথের সাথে আকড়ে ধরে রাখার জন্যে ভালমানের টায়ারের কোন বিকল্প নেই। আধুনিক সময়ে টায়ারের প্রাকারভেদও বেশ যার দরুন নিজের বাহনের সঠিক টায়ারটি খুজে পেতে অনেকেই দ্বিধাদ্বন্দে পড়ে যান।
বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় হলো মোটরসাইকেলের জন্যে সবচেয়ে ভাল টায়ার কোনটা বা কোন ধরনের টায়ার ব্যবহার করলে আরামের সাথে পথ চলা যাবে। এই ক্ষেত্রে দুই ধরনের টায়ার আলোচনায় প্রাধান্য পায় তা হলোঃ
• টিউব টায়ার
• টিউবলেস টায়ার

এই ধরনের টায়ারের মধ্যে সবচেয়ে বেশি যেটা এখনও ব্যবহার করা হয় তা হলো “টিউব টায়ার” যেখানে টায়ার এবং রিমের মধ্যবর্তী স্থানে আরেকটি টিউব বর্তমান আর এই টিউবের মধ্যেই বাতাস দিয়ে টায়ারকে চলার উপযোগী করা হয়ে থাকে।

অন্যদিকে টিউবলেস টায়ার খুব সম্প্রতি বাজারে এসেই বেশ সুনাম অর্জন করেছে আর এর কারন হিসেবে আমরা উল্লেখ করতে পারি ঝামেলামুক্ত ব্যবহারের বিষয়টাকে যার মধ্যে অন্যতম হল ফুটা হয়ে গেলেও চলার নিশ্চয়তার দিকটাকে।

টিউব টায়ার এবং টিউবলেস টায়ারের মধ্যে সাধারন কিছু পার্থক্য নিম্নে দেওয়া হলঃ

ওজনঃ

টিউবলেস টায়ারের সাথে তুলনা করলে টিউব টায়ারের ওজন অনেকটাই বেশি।

মাইলেজের সক্ষমতাঃ

ওজনে ভারী হউয়াতে টিউব টায়ারে মাইলেজ টিউবলেস টায়ারের থেকে অনেকই কম।

নিয়ন্ত্রন এবং আরামঃ

টিউবলেস টায়ার এই দিকটাতেও অনেকটাই এগিয়ে কারন টিউব টায়ারে সামান্য বাতাস কমবেশি হলে খুব সহজেই বাইকের ওপর নিয়ন্ত্রন হারিয়ে যায়। অন্যদিকে টিউবলেস টায়ারে হুটহাট বাতাসের প্রেসার হারানোর কোন ভয় নাই সেজন্য বাইকের ওপর সঠিক নিয়ন্ত্রন পেতে হলে টিউবলেস টায়ারই এগিয়ে রাখতে হবে।

পাংকচার সারানোঃ

ফুটো সনাক্ত করতে টায়ার থেকে টিউব বের করার প্রয়োজন হয় আর এই পাংচার মেরামত সময় সাপেক্ষ। যাইহোক, টিউব টায়ার যে কোন রাস্তার পাশের পাংচার মেরামতের দোকান বা গ্যারেজ দ্বারা মেরামত করা যায়। প্রতিটি স্থানীয় মেকানিকের একটি টিউব টায়ার মেরামত করার জ্ঞান রয়েছে।

অন্যদিকে, বেশিরভাগ ক্ষেত্রে, পাংকচার মেরামতের জন্য রিম থেকে টায়ার সরানোর দরকার নেই। সহজ হলেও টিউবলেস টায়ারের পাংচার মেরামতের জন্য একটি বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়, যা অনেকেরই থাকবে না। যদি পাংকচার ছোট হয়, যদি আপনার কাছে একটি পাঞ্চার কিট থাকে তবে আপনি নিজেই এটি মেরামত করতে পারবেন।

মেইন্ট্যানেন্স খরচঃ

টিউব টায়ারে মেইন্ট্যানেন্স খরচ অনেক কম পক্ষান্তরে আধুনিক সুবিধাসমৃদ্ধ টিউবলেস টায়ার ঠিক করা বা পাংকচার সারানো তুলনামুলক খরচ বেশি।

নিরাপত্তাঃ

টিউব টায়ারে কম নিরাপদ, আকস্মিক পাংচারের পর বাতাস তাত্ক্ষণিক কমে গেলে নিয়ন্ত্রণ হারায় অন্যদিকে, টিউবলেস টায়ারে নিরাপত্তা ব্যবস্থা উন্নত - এমনকি যদি একটু খোঁচা লাগে তাহলে বাতাস খুব ধীরে ধীরে বের হয় এবং চালকের গাড়ির উপর পুর্ন নিয়ন্ত্রণ থাকে।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Tyre Tips

টায়ারের কারনে কি বাইকের মাইলেজ কমে?
2023-03-29

বর্তমান সময়ে অনেকের মাঝেই একটি প্রশ্ন চলে আসে বাইকের টায়ার ভারি হলে অথবা সাইজ একটু পরিবর্তন করে মোটা চাকা লাগাল...

Bangla English
বায়াস এবং রডিয়াল টায়ারের মাঝে পার্থক্যঃ
2023-02-09

দুই ধরনের টায়ার আমরা দেখে থাকিঃ রেডিয়াল এবং বায়াস। অনেকের মাঝেই চিন্তা আসে শুধু কি আউটলুক এবং কম্পাউন্ডেই প...

Bangla English
MRF Revz সিরিজ- Revz M, Revz Y, Revz S এবং Revz MG এর মধ্যে পার্থক্যঃ
2023-01-31

বর্তমান সময়ে আমরা অনেকেই রেডিয়াল তায়ার খুজি। অনেকেই জানি এই টায়ারগুলোর সুবিধা কি কি। বাজারে অনেক ব্রান্ড এই রে...

Bangla English
একটি টায়ারে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে ?
2023-01-17

টায়ার একটি যানবাহনের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে কারণ এটি ছাড়া যানবাহন চলাচল অসম্ভব। এই টায়ারের মধ্যে আবার অ...

Bangla English
যে কারণে প্রতি তিন-চার বছর পরপর টায়ার পরিবর্তন করা প্রয়োজন:
2022-08-24

টায়ার একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটি বাইকের একমাত্র অংশ যেটি রাস্তাকে সরাসরি স্পর্শ করে ...

Bangla English