MRF Revz সিরিজ- Revz M, Revz Y, Revz S এবং Revz MG এর মধ্যে পার্থক্যঃ

2023-01-31

MRF Revz সিরিজ- Revz M, Revz Y, Revz S এবং Revz MG এর মধ্যে পার্থক্যঃ


MRF Revz Series- Differences between Revz M, Revz Y, Revz S and Revz MG-1675149219.jpg

বর্তমান সময়ে আমরা অনেকেই রেডিয়াল তায়ার খুজি। অনেকেই জানি এই টায়ারগুলোর সুবিধা কি কি। বাজারে অনেক ব্রান্ড এই রেডিয়াল টায়ার নিয়ে আসে, যেগুলোর মধ্যে MRF Revz সিরিজের রেডিয়াল টায়ার অন্যতম। কিন্তু এই MRF Revz সিরিজের আবার ৪ টি ধরন দেখতে পাওয়া যায়।

অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে Revz M, Revz Y, Revz S এবং Revz MG এই চারটির মধ্যে কি পার্থক্য? তাহলে চলুন জেনে নেই কিছু বেসিক বিষয়গুলো।

MRF Revz সিরিজের টায়ারগুলো 150cc এর উপরে বাইকের জন্য তৈরীকৃত প্রথম রেডিয়ালগুলির মধ্যে একটি। শুরুর দিকে এই টায়ারগুলো পাংচার প্রবণ ছিল। তাই MRF Revz Y কিছুটা হার্ড কম্পাউন্ড দিয়ে পাংচার রোধের জন্য বাজারে আসে। সম্প্রতি Revz M সফট এবং হার্ড কম্পাউন্ড মেটেরিয়ালের মিশ্রনে তৈরী হয়ে বাজারে আসে। সাইজ এবং প্যাটার্ন একই থাকে, তবে মানুফ্যাকচারিং প্রোফাইলে যে পরিবর্তন দেখা যায় সেটি হচ্ছে প্রথম দিকের Revz গুলোর থেকে এগুলো বেশি ফ্ল্যাট। যার ফলে কিছু সুবিধাও পাওয়া যাবে,
- কর্নারিং করার সময় ভাল গ্রিপ।
- কম পাংচার হবার সম্ভাবনা।
- বেশি টেকসই।
- অনেকদিন ব্যাবহারের পরেও হার্ড হয়ে যাবার সম্ভাবনা নেই।

এবার আসি Revz MG তে। এই টায়ারটি সম্পুর্ণ আলাদা প্যাটার্ন। রেডিয়াল পার্ফরমেন্সের সাথে সংযুক্ত করা হয়েছে অফরোডিং ব্লক ট্রেড। ভাঙ্গাচূড়ো রাস্তায়, কিংবা যেকোন হিল রাইডিং হবে আরো বেশি সহজ এবং কনফিডেন্স থাকবে ১০০%। Revz S এর ক্ষেত্রে ডিজাইন এবং মানুফ্যাকচারিং কিছুটা অন্যরকম। REVZ S তৈরী করা হয়েছে রাউন্ড প্রোফাইলে, আর্থাৎ এই সিরিজ অন্যান্য REVZ গুলোর মতন ফ্ল্যাট প্রোফাইলের না, এবং এর কম্পাউন্ড কিছুতা সফট। এতে করে এই টায়ারটি অত্যন্ত স্টেবল এবং চমৎকার ড্রাই এবং ওয়েট গ্রিপ দিবে।

অত্যাধুনিক এই টায়ারগুলো সবকয়টিই আপনার বাইককে যেকোন রাস্তায় বেশ ভাল ট্র্যাকশন এবং হাই স্পীডে কর্নারিং করতে আত্মবিশ্বাস প্রদান করে। প্রতিটি REVZ টায়ারে এঙ্গুলার প্যাটার্ন সহ ট্রেড ডিজাইন রয়েছে, যার ফলে ভাল ওয়াটার-চ্যানেলিং এবং সেরা ট্র্যাকশন দিতে পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেশ অনেকটা দিন ব্যাবহারের পরেও এই টায়ারগুলোর আউটার শেল হার্ড হয়ে যাবে না। যা অন্যান্য ব্যায়াস টায়ারে দেখা যায়।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Tyre Tips

টায়ারের কারনে কি বাইকের মাইলেজ কমে?
2023-03-29

বর্তমান সময়ে অনেকের মাঝেই একটি প্রশ্ন চলে আসে বাইকের টায়ার ভারি হলে অথবা সাইজ একটু পরিবর্তন করে মোটা চাকা লাগাল...

Bangla English
বায়াস এবং রডিয়াল টায়ারের মাঝে পার্থক্যঃ
2023-02-09

দুই ধরনের টায়ার আমরা দেখে থাকিঃ রেডিয়াল এবং বায়াস। অনেকের মাঝেই চিন্তা আসে শুধু কি আউটলুক এবং কম্পাউন্ডেই প...

Bangla English
MRF Revz সিরিজ- Revz M, Revz Y, Revz S এবং Revz MG এর মধ্যে পার্থক্যঃ
2023-01-31

বর্তমান সময়ে আমরা অনেকেই রেডিয়াল তায়ার খুজি। অনেকেই জানি এই টায়ারগুলোর সুবিধা কি কি। বাজারে অনেক ব্রান্ড এই রে...

Bangla English
একটি টায়ারে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে ?
2023-01-17

টায়ার একটি যানবাহনের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে কারণ এটি ছাড়া যানবাহন চলাচল অসম্ভব। এই টায়ারের মধ্যে আবার অ...

Bangla English
যে কারণে প্রতি তিন-চার বছর পরপর টায়ার পরিবর্তন করা প্রয়োজন:
2022-08-24

টায়ার একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এটি বাইকের একমাত্র অংশ যেটি রাস্তাকে সরাসরি স্পর্শ করে ...

Bangla English