দীর্ঘ দশ মাসের ও বেশি সময় ধরে ব্যবহার করছি ইয়ামাহা FZSV3 বাইক । ক্রয় করার পর থেকে বাইকের প্রত্যেক বিষয় এর প্রতি আমি বেশি খেয়াল করি। বাইক রাইডের গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইঞ্জিন অয়েল যা শুরু থেকে

আমি দেখবাল করি । এই বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করছি Yamalube 10w40 full synthetic । তাই আজ আমি আপনাদের শেয়ার করবো Yamalube 10w40 full synthetic কেমন পারফরমেন্স দেই ।
ইঞ্জিন পারফর্মেন্সঃ
Yamalube 10w40 full synthetic ইঞ্জিন অয়েল আমকে এখন পর্যন্ত নিরাশ করেনি ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে পারফর্মেন্স আরও বৃদ্ধি পেয়েছে ।
ইঞ্জিন পারফর্মেন্স বেশ ভালো লেগেছে আমার কাছে।
মাইলেজ:
ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে পারফর্মেন্স এর পাশাপাশি ভালো মাইলেজ ও পাচ্ছি সিটিতে ৪০ এবং হাইওয়্বতে ৪৬+ মাইলেজ পাচ্ছি যা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। অন্যান্য বাইকে অয়েল পরিবর্তন এর ফলে মাইলেজ অনেক কম পাওায়া যায় কিন্তু আমার বাইকের ক্ষেত্রে ঘটেনি তেমন কিছু।
ভিস্কোসিটি:
Yamalube 10w40 full synthetic ভিস্কোসিটি কম মনে হয়নি। ১২০০ কিলোমিটার রাইড করার পর ইঞ্জিন অয়েল ড্রেন করে ফেলি। বাইক ক্রয় করার পর থেকে ইঞ্জিনের প্রতি বেশি কেয়ার করা হয়।
সব মিলিয়ে Yamalube 10w40 full synthetic অনেক ভালো পারফর্মেন্স দিচ্ছে এখন পর্যন্ত কোন মন্দ দিক পাইনি । আমার কাছে ভালো লেগেছে এখন পর্যন্ত ৬৫০০ কিলোমিটার এর ইঞ্জিন অয়েল ব্যবহার এর সল্প অভিজ্ঞতা কাজে আসতে পারে সবার ধন্যবাদ সবাইকে।