TVS TRU4 Semi-Synthetic Engine Oil ব্যবহার অভিজ্ঞতা – জয়

English Version
calender 2023-07-25

TVS TRU4 Semi-Synthetic Engine Oil ব্যবহার অভিজ্ঞতা – জয়

Review Disclaimer Bn

oil review-1690280870.jpg

ইঞ্জিন অয়েলের বিষয়ে আমি শুরুতে তেমন সচেতন না হলেও ধীরে ধীরে যখন সময় অতিক্রান্ত হয় তখন থেকে বুঝতে পারি যে আমার একটা ভালো মানের ইঞ্জিন অয়েল দরকার। আমি বর্তমানে TVS Metro ES বাইকটা ব্যবহার করছি এবং বাইকটা নিয়ে প্রায় ৮০০০ কিমি রাইড করেছি। শুরু থেকেই Tvs TRU4 Semi-Synthetic ইঞ্জিন অয়েল ব্যবহার করে আসছি। আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবহার করা Tvs TRU4 Semi-Synthetic ইঞ্জিন অয়েলের ভাল মন্দ দিক তুলে ধরবো।

ভাল দিক

• আমার কাছে প্রথমত মনে হয়েছে যে ইঞ্জিন অয়েলটা আমার বাইকের হিটিং ইস্যু কমিয়েছে কারণ আমি বেশি রাইড করলেও বুঝতে পারি যে ইঞ্জিন ভালো পারফরমেন্স দিচ্ছে।
• ইঞ্জিনের এক্সেলেরেশন অনেক ভালো পাই। আমি লক্ষ্য করে দেখেছি যে, ইঞ্জিন তার ভাল কার্যক্ষমতা দেখাতে পারে এই ইঞ্জিন অয়েলের মাধ্যমে।
• ইঞ্জিন থেকে আমি অনেক কম ভাইব্রেশন অনুভব করি।

মন্দ দিক

• আমার কাছে মনে হয়েছে যে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর মাইলেজ একটু কমে গেছে । কারণ ১১০ সিসির বাইক হিসেবে আমি ৪৮ থেকে ৫০ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি। আমার কাছে মাইলেজ একটু কমই মনে হয়েছে।
• বেশিক্ষন ধরে রাইড করলে ইঞ্জিনের শব্দ নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি আমার কাছে অনেক কম মনে হয়েছে।

TVS TRU4 Semi-Synthetic Engine Oil নিয়ে এই ছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আশা করি আপনারা একটি সঠিক ধারণা পেয়েছেন আমার এই ইঞ্জিন অয়েল এর সম্পর্কে।

More Reviews On Tvs TRU4 Semi-Synthetic Engine Oil

oil review-1690280894.jpg
TVS TRU4 Semi-Synthetic Engine Oil ব্যবহার অভিজ্ঞতা – জয়
2023-07-25

ইঞ্জিন অয়েলের বিষয়ে আমি শুরুতে তেমন সচেতন না হলেও ধীরে ধীরে যখন সময় অতিক্রান্ত হয় তখন থেকে বুঝতে পারি যে আমার এক...

Bangla English