Motul 3100 20w50 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

English Version
calender 2023-06-20

Motul 3100 20w50 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

Review Disclaimer Bn

355165800_1981789778822921_1347565891347205461_n-1687259597.jpg


আমি বাইক কেয়ারিং এর দিকে বেশি ফোকাস দিই যার কারনে আমার বাইকের সাথে সব সময় ভালো মানের আফটার মার্কেট পার্টস ব্যবহার করি। ইঞ্জিনের বিশেষ যত্নে আমি বর্তমানে আমার Bajaj Pulsar N160 বাইকে ব্যবহার করছি Motul 3100 20w50 মিনারেল ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েল পছন্দ করার অন্যতম কারণ হল বেটার পারফরমেন্স এবং বাইকের ইঞ্জিন সুরক্ষিত রাখা। প্রায় ৮০০ কিলোমিটার হয়েছে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার তাই আমি মনে করি যে আপনাদের সামনে এই ইঞ্জিন অয়েলের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করা যাক।

Motul 3100 20w50 ব্যবহার করে যা যা ভালো দিক পেয়েছি:

• আমার কাছে এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স অনেক স্মুথ মনে হয়েছে। বাইকের সাথে যে স্টক ইঞ্জিন অয়েল ছিলো সেটা পরিবর্তন করার পরে স্মুথনেস আরও ভাল মত টের পেয়েছি।
• এদিকে ইঞ্জিনের শব্দটা অনেকটা গম্ভীর হয়েছে এই Motul 3100 20w50 ব্যবহার করার পর থেকে। পূর্বের ইঞ্জিন অয়েলে আমি শব্দটা একটু খারাপ পেতাম।
• হাই পারফরমেন্স ইঞ্জিন অয়েল তাই আমার বাইক নিয়ে যখন আমি রাইড করি তখন খুব ভালোভাবে বুঝতে পারি যে ইঞ্জিন তার সঠিক কার্যক্ষমতা দেখাতে পারছে।
• মাইলেজের উপর আমি তেমন খারাপ প্রভাব দেখতে পারি না। আমার কাছে মাইলেজ এভারেজ মনে হয়েছে।

Motul 3100 20w50 ব্যবহার করার পর মন্দ দিক আমি এখনও পাইনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর মনে হয়েছে যে ইঞ্জিনের একটু হিটিং ইস্যু আছ তবে সেটা আশা করি ঠিক হয়ে যাবে।

এই ছিলো Motul 3100 20w50 নিয়ে আমার ব্যবহার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।

More Reviews On Motul 3100 Gold 20W50

355165800_1981789778822921_1347565891347205461_n-1687259627.jpg
Motul 3100 20w50 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির
2023-06-20

আমি বাইক কেয়ারিং এর দিকে বেশি ফোকাস দিই যার কারনে আমার বাইকের সাথে সব সময় ভালো মানের আফটার মার্কেট পার্টস ব্যবহ...

Bangla English