Motul 3000 4T ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা সিয়াম

English Version
calender 2022-12-29

Motul 3000 4T ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা সিয়াম

Review Disclaimer Bn

Untitled-4-1672311665.jpg

আসসালামুয়ালাইকুম, আমি সিয়াম, আমি রাজশাহীর বাসিন্দা, সুজুকি জিক্সার ১৫৫ মোনোটোন সিঙ্গেল ডিস্ক বাইকটি ৭ মাস যাবত ব্যবহার করছি, এতদিনে প্রায় ১২০০০ কিলোমিটার রাইড করেছি, আমার বাইকে শুরু থেকেই মটুলের ইঞ্জিন অয়েল ব্যবহার করছি, বাইক দীর্ঘস্থায়ী ব্যবহার এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে ইঞ্জিন অয়েলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জিক্সার ক্লাবের অনেকেই আমাকে মটুলের ইঞ্জিন অয়েল ব্যবহারের পরামর্শ দিয়েছেন, এবং সুজুকি তাদের বাইকে ব্যবহার করার জন্য মটুলের ইঞ্জিন অয়েল রেকোমেন্ড করে, তারা দাবি করে মটুলের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে তাদের বাইকের থেকে ভালো মানের পারফর্মেন্স পাওয়া যাবে, আজ আমি আমার ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।
ভালো দিকঃ

1. মটূল বাংলাদেশ সহ পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় লুব্রিকেন্ট ব্র্যান্ড, এটি বাংলাদেশের প্রায় সকল এলাকায় পাওয়া যায়, এটি আমার কাছে ভালো দিক মনে হয়েছে।
2. সিটি রাইডের এক্সপিরিয়েন্স ভালো ছিলো, কোনো সমস্যা হয়নি।
3. লং রাইড এর ক্ষেত্রে আমার কাছে স্মুথনেস বেশি মনে হয়েছে, আমি কোনো প্রকার ভাইব্রেশন অনুভব করিনি।
4. গিয়ার শিফটিং ভালো ছিলো।
5. ইঞ্জিন অয়েল কমে যাওয়ার ইস্যু ছিলো না।
6. ড্রেন পিরিয়ড অনেক ভালো, আমি ১০০০+ কিলোমিটার ব্যবহার করেছি।

নেগেটিভ দিকঃ

1. ১০০০ কিলোমিটারের পরে স্মুথনেস কমে গিয়েছে, এবং ঘনত্ব কমেছে।
2. ইঞ্জিন হিটিং ইস্যু রয়েছে।

এই ছিলো Motul 3000 4T ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা, এটি আমার ব্যবহার করা অন্যতম সেরা মিনারেল ইঞ্জিন অয়েল, আমি এটা সকলকে ব্যবহার করার পরামর্শ দিব, তবে কেনার পূর্বে অবশ্যই অরিজিনাল দেখে কিনবেন।

More Reviews On Motul 3000 4T Plus 20W40

Untitled-4-1672311687.jpg
Motul 3000 4T ইঞ্জিন অয়েল ব্যবহারের অভিজ্ঞতা সিয়াম
2022-12-29

আসসালামুয়ালাইকুম, আমি সিয়াম, আমি রাজশাহীর বাসিন্দা, সুজুকি জিক্সার ১৫৫ মোনোটোন সিঙ্গেল ডিস্ক বাইকটি ৭ মাস যাবত ...

Bangla English