Motul 10W30 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – Torikul Islam

English Version
calender 2024-01-02

Motul 10W30 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – Torikul Islam

Review Disclaimer Bn

Motul 10W30 Full Synthetic Oil User Review by Torikul Islam-1704182574.jpg

আমার কাছে বাইক খুব ভালো লাগে এবং আমি সময় পেলেই বাইক নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যাই। বাইক নিয়ে চলাচল করতে গেলে বাইক ঠিক রাখা প্রয়োজন যার কারনে আমি বাইকের সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রাখি। বাইকের ইঞ্জিন অয়েল গুরুত্বপুর্ন একটি বিষয় এবং আমি এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করি। বর্তমানে আমি যে বাইকটা ব্যবহার করছি সেটা হল প্রিমিয়াম ক্যাটাগরির একটি বাইক যার নাম Suzuki GSXR 150 এবং এই বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে আমি ব্যবহার করি Motul 10W30 Full Synthetic। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাইকে Motul 10W30 Full Synthetic কেমন পারফরমেন্স দিচ্ছে।

ইঞ্জিন পারফরমেন্স
ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে Motul 10W30 Full Synthetic কোনভাবেই আমাকে হতাশ করেনি। বাইকের শক্তিশালী ইঞ্জিন হিসেবে এই ইঞ্জিন অয়েল তার ভালো পারফরমেন্স অটুট রেখেছে। আমার কাছে ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো লেগেছে।

এক্সেলেরেশন
Suzuki GSXR 150 বাইকটার এক্সেলেরেশন অনেক বেশি সেটা আমরা সবাই জানি এবং এই এক্সেলেরেশনের দিক থেকে Motul 10W30 Full Synthetic Oil আমাকে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে।

হিটিং ইস্যু
শুরতে আমি যখন এই ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম তখন হিটিং ইস্যু আমার কাছে একটু বেশি মনে হত কিন্তু এখন হিটিং ইস্যু সহনীয় পর্যায়ে রয়েছে।

মাইলেজ
আমার বাইকের ইঞ্জিনের শক্তি ও এক্সেলেরেশন একটু বেশি থাকার কারনে মাইলেজ আমি কমই পাই এবং এই Motul 10W30 Full Synthetic Oil ব্যবহার করার পর থেকে মাইলেজ কমে যাওয়ার কোন ইস্যু পাইনি।

সব মিলিয়ে Motul 10W30 Full Synthetic Oil একটি ভালো মানের ইঞ্জিন অয়েল , আমি সবাইকে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরামর্শ দিবো। ধন্যবাদ।

More Reviews On Motul 7100 10W30 Synthetic Engine Oil 1L

Motul 10W30 Full Synthetic Oil User Review by Torikul Islam-1704182654.jpg
Motul 10W30 Full Synthetic ব্যবহার অভিজ্ঞতা – Torikul Islam
2024-01-02

আমার কাছে বাইক খুব ভালো লাগে এবং আমি সময় পেলেই বাইক নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যাই। বাইক নিয়ে চলাচল করতে গেলে বাইক ...

Bangla English