আমি প্রতি নিয়ত আমার দৈনন্দিন কাজের জন্য বাইকটা বেশি ব্যবহার করি, যার ফলে আমাকে বেশি বাইক রাইড করতে হয়। বাইক বেশি রাইড করার ক্ষেত্রে সচেতন হতে হয় ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে সেজন্য আমি ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি এবং অন্যকে পরামর্শ দিয়ে থাকি। আমি অনেক ব্রান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি যার মধ্যে আমার কাছে ভালো লেগেছে
Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2। এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি আমার নিজস্ব MT15 বাইক রাইড করেছি ৪০০০ কিমি. এবং সেটার উপর ভিত্তি করে আমি আবারো দ্বীতিয় বারের মত এই ইঞ্জিন অয়েল ব্যবহার করছি। আজকে আমি আপনাদের সাথে এই ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করবো।
ভিস্কোসিটি
প্রথমত আমার কাছে বেশি যে বিষয়টি ভালো লেগেছে তা হল এর ভিস্কোসিটি, আমার কাছে ভিস্কোসিটি লেভেল অনেক ভালো মনে হয়েছে এবং আমি শুরুতেই বলেছি যে এটা আমি ৪০০০ কিমি রাইড করার পরেও ভিস্কোসিটি তেমন লক্ষনীয় কমেনি।
পারফরমেন্স
পারফরমেন্স এর দিক দিয়ে আমার কাছে এই ইঞ্জিন অয়েলটা অনেক ভালো লেগেছে । আমি অনেকক্ষণ রাইড করার পরেও হিটিং ইস্যু বা পারফরমেন্স লস ইত্যাদি কোন কিছু মনে হয় না। এদিক থেকে আমার কাছে ভালো লেগেছে।
ইঞ্জিন অয়েল কমে যাওয়ার প্রবনতা
যেহেতু আমি এই Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল দিয়ে ৪০০০ কিমি রাইড করেছি সেক্ষেত্রে আমার কাছে এই ইঞ্জিন অয়েল কমে যাওয়ার কোন প্রমান আমি পাইনি এবং খুব ভালো সাপোর্ট দিয়েছে।
সব মিলিয়ে আমার কাছে এই ইঞ্জিন অয়েল অনেক ভালো লেগেছে এবং আপনারা যারা এই Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চান তারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।