Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আশরাফ উদ্দিন

English Version
calender 2024-07-03

Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আশরাফ উদ্দিন

Review Disclaimer Bn

Ashraf Uddin-1719986942.jpg

বাইক আমার কাছে অত্যান্ত পছন্দের একটি বাহন এবং এই বাইক নিয়ে আমার চলাচল করতে অনেক বেশি ভালো লাগে। বাইক যেহেতু আমাকে অনেক সাপোর্ট করে তাই বাইকের যত্ন নেওয়া উচিত সেজন্য আমি বাইকের সাথে ব্যবহার করি ভালো মানের ইঞ্জিন অয়েল যার নাম Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2। এই ইঞ্জিন অয়েলটা আমি বিগত ৩ মাস ধরে ব্যবহার করছি এবং প্রায় ২৫০০ কিমি রাইড করেছি , আমার দুইটা বাইকের সাথেই এই ইঞ্জিন অয়েল ব্যবহার করি তাই আজ আপনাদের সাথে আমার এই ইঞ্জিন অয়েল নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব।

ভিস্কোসিটি
আমার কাছে এই ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি অনেক ভালো লেগেছে এবং একটানা এই ইঞ্জিন অয়েল দিয়ে ২৫০০ কিমি রাইড করলেও আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয়নি। আমি নিঃসন্দেহে অনেক বেশি রাইড করতে পারি এই ইঞ্জিন অয়েল দিয়ে।

ইঞ্জিন হিটিং
আমি অন্য ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে খেয়াল করে দেখেছি যে এক ব্র্যান্ড থেকে অন্য ব্রান্ডে আসার পর ইঞ্জিন হিটিং ইস্যু থেকে যায় কিন্তু এই Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর হিটিং ইস্যু তেমন লক্ষ্য করিনি।

গিয়ার শিফটিং
এই ইঞ্জিন অয়েলটা আমাকে গিয়ার শিফটিং এর দিক থেকে ভালো সাপোর্ট দিচ্ছে। আমি দেখেছি যে গিয়ার শিফটিং অনেক স্মুথ ও বেশিক্ষন রাইড করার পরেও গিয়ার শিফটিং শক্ত হয়না।
সব মিলিয়ে আমার কাছে Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েলটা দাম অনুযায়ী অনেক ভালো লেগেছে।

More Reviews On Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2

Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 User Review by – Nazmul Hossain-1733830043.jpg
Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ব্যবহার অভিজ্ঞতা – নাজমুল হোসেন
2024-12-10

আমি প্রতি নিয়ত আমার দৈনন্দিন কাজের জন্য বাইকটা বেশি ব্যবহার করি, যার ফলে আমাকে বেশি বাইক রাইড করতে হয়। বাইক বেশি ...

Bangla English
Motorex TOP SPEED 4T 10W40 User Review by Jewel-1732520756.jpg
Motorex TOP SPEED 4T 10W/40 ব্যবহার অভিজ্ঞতা – জুয়েল
2024-11-25

একজন বাইক ব্যবহারকারী হিসেবে আমি সর্বদা চাই ভালো মানের ইঞ্জিন অয়েল বাইকে ব্যবহার করার জন্য। সেজন্য আমি ভালো মা...

Bangla English
Ashraf Uddin-1719998665.jpg
Motorex TOP SPEED 4T 10W40 JASO MA 2 ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা – আশরাফ উদ্দিন
2024-07-03

বাইক আমার কাছে অত্যান্ত পছন্দের একটি বাহন এবং এই বাইক নিয়ে আমার চলাচল করতে অনেক বেশি ভালো লাগে। বাইক যেহেতু আমাক...

Bangla English
Motorex TOP SPEED 4T 10W 40 JASO MA 2-1715253879 (1)-1715846305.jpg
Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 ব্যবহার অভিজ্ঞতা – সালমান
2024-05-09

আমি সালমান , বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটির নাম হচ্ছে Yamaha FZS V2 , এই বাইকটি চলতে গেলে আমার খুব শখের এবং আমি খ...

Bangla English
Motorex Formula 4T 10W40 JASO M2 ব্যবহার অভিজ্ঞতা  শুভ-1715145776.jpg
Motorex Formula 4T 10W40 JASO M2 ব্যবহার অভিজ্ঞতা – শুভ
2024-05-08

ইঞ্জিন অয়েল নিয়ে আমি আগে থেকে অনেক সচেতন কারণ একটি বাইকের ইঞ্জিন হচ্ছে প্রাণ এবং এই ইঞ্জিনের স্থায়ীত্ব, পারফরমে...

Bangla English