
Najir Hossain-1720092618.jpg" target="_blank">
আমি বর্তমানে ব্যবহার করছি Honda X Blade এবং এই বাইকের ইঞ্জিন অয়েল হিসেবে বর্তমানে ব্যবহার করছি Motorex TOP SPEED 4T 10W30 JASO MA 2 । এই ইঞ্জিন অয়েলটা আমি গত ৩ মাস ধরে ব্যবহার করছি এবং ১টি বোতল ইতোমধ্যে ব্যবহার করে শেষ করে ফেলেছি। আমার কাছে এটা ভালো লেগেছে বিধায় আমি আবারো এটা কিনেছি। আজকে আমি আপনাদের সাথে আমার এই ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা স্বল্প আকারে শেয়ার করবো। আশা করি আপনাদের আমার এই রিভিউ উপকারে আসবে।
লং রাইড ও শর্ট রাইড পারফরমেন্সের দিক থেকে আমার কাছে এই ইঞ্জিন অয়েল একটু বেশি ভালো লেগেছে কারণ আমি পুর্বে ব্যবহার করতাম Honda ও Shell এর ইঞ্জিন অয়েল তাই সেগুলোর থেকে আমার কাছে এইটা অনেক ভালো লেগেছে।
ভিস্কোসিটি অনেক ভালো আমি ২২০০ থেকে ২৫০০ কিমি অনায়াসেই রাইড করতে পারি একটানা এবং তারপরে ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি থাকে কিন্তু তখনই ড্রেন করে দিই। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি যে ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
মাইলেজের দিক থেকে আমি অনেক ভালো একটা সাপোর্ট পাচ্ছি কারণ আমি পুর্বে যে ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম তার থেকে এটার মাইলেজ তুলনামূলক আমার কাছে একটু ভালো লেগেছে।
সব মিলিয়ে Motorex TOP SPEED 4T 10W30 JASO MA 2 ইঞ্জিন অয়েল অনেক ভালো মানের একটি ইঞ্জিন অয়েল আমি নিজেই প্রথমে ট্রাই করার জন্য ১টা ব্যবহার করে আরও একটা নিয়েছি , তাই আপনাদের বলতে চাই যে এটা ব্যবহার করলে আপনারা হতাশ হবে না।
ধন্যবাদ।