আমি সালমান , বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটির নাম হচ্ছে Yamaha FZS V2 , এই বাইকটি চলতে গেলে আমার খুব শখের এবং আমি খুব যত্ন সহকারে এই বাইকটি ব্যবহার করি। বাইক রাইড করতে গেলে বাইকের বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয় এবং এই বিষয়গুলো রেখে বাইক রাইড করলে আপনি বিপদে কম পড়বেন , যেমন আমি ইঞ্জিন অয়েলের ব্যাপারে অনেক সচেতন এবং যার কারণে আমি ইঞ্জিন অয়েল ভালো মানেরটা সবসমই ব্যবহার করি এবং অন্যদের সেটা করার পরামর্শ দিই।
Yamaha FZS V2 বাইক নিয়ে আমি রাইড করেছি ৩০,০০০ কিমি এবং এই রাইডে আমি কম বেশি অনেক ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি এবং সর্বশেষ আমি ব্যবহার করেছি Yamalube এর ইঞ্জিন অয়েল। এরপরে আমি এক ভাইয়ের সাজেশনে ব্যবহার শুরু করলাম
Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 এবং সেটা এখন পর্যন্ত
১,০০০ কিমি রাইড করেছি। এখন পর্যন্ত রাইড করে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সাথে মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে শেয়ার করবো।
হিটিং ইস্যু ও রাইডিং
আমার কাছে রাইড করে হিটিং ইস্যু তেমন কিছু মনে হয়নি কারণ আমি অনলাইন সহ বিভিন্ন ওয়েব সাইটে দেখেছি যে এর সাথে যে ম্যটারিয়ালস দেওয়া আছে সেগুলো অনেক উন্নতমানের যার ফলে আমি রাইড করে দেখেছি ইঞ্জিন থেকে তেমন কোন হিটিং ইস্যু পাচ্ছি না পাশাপাশি আমার কাছে রাইড করে অনেক ভালো মনে হয়েছে।
ওভার অল রাইডিং
গিয়ার শিফটিং, লং রাইড কিংবা শর্ট রাইড আমি যেভাবেই রাইড করি না কেন আমার কাছে এই ইঞ্জিন অয়েল তেমন সমস্যার মনে হয় না। বাইক রাইড করে আমি স্মুথ অনুভুতি পাই এবং আমার কাছে রাইড করে অন্যান্য ইঞ্জিন অয়েলের থেকে একটু বেটার মনে হচ্ছে পারফরমেন্স ও ইঞ্জিন শব্দের দিক থেকে।
মাইলেজ
মাইলেজ আমার সেভাবে হিসাব করা হয় না তবে আমার একটা হিসাব থাকে কতটুকু তেল আমি নিচ্ছি এবং কেমন রাইড করছি সেই অনুপাতে বলতে গেলে আমার কাছে মাইলেজ এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর থেকে খুব বেশি কম মনে হয়নি , আগে যেমন পেতাম এখনও ঠিক সেরকম পাচ্ছি।
সব মিলিয়ে আমি বলতে পারি যে Motorex TOP SPEED 4T 10W/40 JASO MA 2 ইঞ্জিন অয়েলটি ব্যবহার করে আমার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে এবং ইচ্ছা আছে এটা ২৫০০ কিমি পর্যন্ত রাইড করবো কারণ এটা সিন্থেটিক ইঞ্জিন অয়েল । ধন্যবাদ।