এখন পর্যন্ত আমার রাইডিং অভিজ্ঞতা ও বিভিন্ন ব্রান্ডের বাইক চালানোর অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা হলো বাইক কে ভালো রাখতে ও বাইক থেকে ভালো পারফরমেন্স পেতে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত।
আমি ওমর আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেন আমি Motorex কে আমার পছন্দের ১ নম্বর ইঞ্জিন অয়েল ব্রান্ড বলছি।
বর্তমানে আমি Yamaha FZS V3 বাইকটি ব্যবহার করছি এবং এখন পর্যন্ত ২৯,০০০ কিমি রাইড করেছি। এই দীর্ঘ সময় বাইক ব্যবহার করে তেমন কোন সমস্যা না পেলেও একটা বিষয়ে আমার কমতি অনুভুতি হত, তা হল ইঞ্জিনের শব্দ। আমি এটা বুঝতে পারতাম যে এটা বাইকের কোন সমস্যা না বরং আমার ইঞ্জিন অয়েল এর কারনে এমন হচ্ছে।
এমন সময় আমি জানতে পারলাম বাংলাদেশের মার্কেটে Royal Enterprise এর হাত ধরে মার্কেটে আসছে Motorex।
Motorex এর কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে আমি আগে থেকেই জানতাম। তাই দেরি না করে Motorex ব্যবহার করার সিদ্ধান্ত নিই। বর্তমানে আমি আমার বাইকের জন্য Motorex RACING PRO 4T ব্যবহার করছি এবং প্রায় ৮০০০ কিমি রাইড করেছি।
যেমনটা প্রথমে বলেছিলাম Motorex কেন আমার কাছে ১ নাম্বার ব্রান্ড, তা এখন বলবো।
প্রথমেই আসি ইঞ্জিন শব্দ নিয়ে ,
আমি ইঞ্জিন থেকে যে কর্কশ শব্দ পাচ্ছিলাম তা Motorex ব্যবহার করার পর থেকে পুরোপুরি বদলিয়ে গেছে এবং ইঞ্জিন যে গম্ভীর শব্দটা আমি আশা করেছিলাম তা পেয়েছি।
দ্বিতীয় গিয়ার শিফটিং
স্মুথ গিয়ার শিফটিং করতে না পারলে আমার কাছে বেশ বিরক্ত লাগে, এমন অভিজ্ঞতা আমার আগে হয়েছে কিন্তু Motorex ব্যবহার করার পর গিয়ার শিফটিং স্মুথ হয়ে গেছে।
এরপর যেই বিষয়টা আমাকে Motorex নিতে আরও উদ্বুদ্ধ করেছে তা হল Royal Enterprise। কেননা বাংলাদেশের মার্কেটে ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট হওয়াটা খুব কমন ব্যাপার , তাই কারা ইঞ্জিন অয়েল নিয়ে আসছে এইটা জানা আমার জন্য খুব গুরুত্বপুর্ন ছিলো। যখন জানলাম Royal Enterprise নিয়ে আসছে আমি নিশ্চিত হলাম যে আমি ১০০% অরিজিনাল সুইজারল্যান্ডের Motorex পাবো।
অনেকে বলে Motorex এর দাম বেশি , হ্যা আমিও তাই দেখছি কিন্তু আমার ক্যাল্কুলেশন যা বলে তা হল দাম বর্তমান সময়ে অন্যান্যদের তুলনায় খুব বেশি না। এরপরও যেই বিষয়ই গুলো থাকে ,
- Motorex এর বেজ অয়েল বিশ্ব বিখ্যাত।
- ড্রেইন টাইম বেশি।
- আর অভারল পারফরমেন্স অনেক ভালো।
অভারল চিন্তা করলে দাম বেশি না বরং ভালো প্রডাক্ট এর যা হওয়া দরকার তাই আছে।
এখন পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসোলে এটাই আমার চাওয়া ইঞ্জিন অয়েল ব্রান্ড থেকে। আর এই কারণেই আমার কাছে Motorex নাম্বার ১।
শেষ করার আগে দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই।
১- চেষ্টা করবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পাশাপাশি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার।
২- নির্ধারিত সময় মোতাবেক অবশ্যই ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন। সবাইকে ধন্যবাদ।