
Shovon-1736661109.jpg" target="_blank">
আমার বাইকের কেনার শখ অনেক আগে থেকেই ছিলো কিন্তু বাজেটের জন্য এবং ব্যাক্তিগত কিছু প্রতিবন্ধকতার জন্য মোটরসাইকেল কেনার শখ দেরিতে হলেও পুরন হয়েছে। এখন আমি ব্যবহার করছি Yamaha FZS V2 এবং এটাই আমার প্রথম বাইক , বলতে গেলে প্রথম বাইক হিসেবে যত্নটাও অনেক বেশি যার ফলে আমি ব্যবহার করছি ভালো মানের ইঞ্জিন অয়েল MOTOREX ব্রান্ড এর MOTOREX RACING PRO 4T 10W40 CROSS, আমি এই নতুন বাইকে নতুন ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি ১৭০০ কিমি এবং এই ১৭০০ কিমি ব্যবহার করে কেমন পারফরমেন্স পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।
পারফরমেন্সের দিক থেকে আমার কাছে এই ইঞ্জিন অয়েলটা একদম ভালো মনে হয়েছে এবং আমি প্রথম দিক থেকে দেখেছি যে এটা ব্যবহার করার পর থেকে ইঞ্জিন পারফরমেন্স ভাল দিচ্ছে, স্টক হিসেবে যে ইঞ্জিন অয়েল ছিল সেটার তুলনায় পারফরমেন্স ভালো আমি বলবো।
ভিস্কোসিটির ব্যাপারে যদি বলি তাহলে এদিক থেকেও আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এটা অনেক ভালো মানের একটি ইঞ্জিন অয়েল, আমার ধারনা অনুযায়ী ১৭০০ কিমি তে এর যে ভিস্কোসিটি আছে একদম নতুনের মত মনে হয়েছে।
ইঞ্জিন হিটিং ইস্যু , গিয়ার শিফটিং , মাইলেজ এসব দিক থেকে আমার কাছে এই ইঞ্জিন অয়েল ভালো মনে হয়েছে শুরু একটা বিষয় আমার কাছে একটু মন্দ লেগেছে তা হল এর দামটা একটু বেশি যার ফলে সবাই হয়তো এটা নিতে ইচ্ছা পোষণ করবে না।
সব মিলিয়ে আমার কাছে এই MOTOREX RACING PRO 4T 10W40 CROSS ইঞ্জিন অয়েলটা ভালো লেগেছে এবং আপনাদের সাথে সাজেশন থাকবে যে এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন।