ইঞ্জিন অয়েল নিয়ে আমি আগে থেকে অনেক সচেতন কারণ একটি বাইকের ইঞ্জিন হচ্ছে প্রাণ এবং এই ইঞ্জিনের স্থায়ীত্ব, পারফরমেন্স ইত্যাদি নির্ভর করে ভালো ইঞ্জিন অয়েলের উপর। আমার Honda X Blade 160 বাইকটি এখন প্রায় ২৬ হাজার কিমি চলেছে এবং এই রাইডে আমি শুরু থেকেই ইঞ্জিন অয়েলের বিষয়ে সচেতন ছিলাম তাই ৫ থেকে ৬ হাজার কিমি মিনারেল রাইড করার পর আমি শিফট করলাম সিন্থেটিক ইঞ্জিন অয়েলে এবং সিন্থেটিকে শিফট করার শুরুতেই আমি ব্যবহার শুরু করলাম Motorex Formula 4T 10W40 JASO M2। এই ইঞ্জিন অয়েলের দিয়েই আমি এখন পর্যন্ত ১৮০০০ কিমি রাইড করে আসছি। আমার এই Motorex Formula 4T 10W40 JASO M2 ইঞ্জিন অয়েলটি প্রথমের দিকে পেতে একটু সমস্যা হত কিন্তু এখন রয়েল এন্টারপ্রাইজ বাংলাদেশের বাজারে সরবরাহ করছে এবং আমি এটা নিয়ে শতভাগ আশাবাদি যে এটার সরবরাহ এখন থেকে অব্যাহত থাকবে। আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে আমার এই ইঞ্জিন অয়েলের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনারা একটি ভালো ধারণা পাবেন আমার রিভিউ পড়ে।
কেন আমি Motorex Formula 4T 10W40 JASO M2 কিনলাম ?
আমার খুব কাছের এক ভাই আমাকে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য সাজেশন দিয়েছিলো কারণ আমি দেখলাম যে এই কোম্পানী শুধুমাত্র সিন্থেটিক ইঞ্জিন অয়েল নিয়ে আসে এবং আমি রিসার্চ করে দেখলাম যে বাজারে এই ইঞ্জিন অয়েলের ভালোই নামডাক রয়েছে , তাই নির্দ্বিধায় ব্যবহার করা শুরু করলাম।
হিটিং ইস্যু
যেহেতু আমি এই ইঞ্জিন অয়েলটি অনেক দিন

থেকেই ব্যবহার করে আসছি তাই হিটিং ইস্যু নিয়ে আমার একটি ভালো ধারণা হয়েছে। এই Motorex Formula 4T 10W40 JASO M2 ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর থেকে আমি ইঞ্জিন থেকে কোন হিটিং ইস্যু পাইনি এবং বেশিক্ষন রাইড করলে যে ওভার হিটিং হয় সেটাও আমি লক্ষ্য করে দেখিনি।
স্মুথনেস ও মাইলেজ
আমি দিনে খুব বেশি রাইড করি না কিন্তু যতটুকুই রাইড করি না কেন আমি আমার রাইড অনেক উপভোগ করি। আমার কাছে স্মুথনেস ও মাইলেজে দিক থেকে ইঞ্জিন অয়েলটা অনেক ভালো মনে হয়েছে। এদিকে মাইলেজের বিষয়টা স্পষ্ট করে যদি বলি তাহলে আমি শুরুতে যেমন লিটারে ৪০-৪৫ কিমি মাইলেজ পাচ্ছিলাম এখনও ঠিক সেরকমই মাইলেজ পাচ্ছি এবং বলতে গেলে একটা এভারেজ মাইলেজ পাচ্ছি যেটা নিয়ে আমার কোন দুশ্চিন্তা নাই।
এখন পর্যন্ত আমার কাছে Motorex Formula 4T 10W40 JASO M2 ইঞ্জিন অয়েলটা অনেক ভালো লেগেছে, আপনারা যারা এই ইঞ্জিন অয়েল কিনতে চান বা কেনার আগ্রহ প্রকাশ করেছেন তারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো একটা অপশন বলে মনে হয়েছে।