Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) ব্যবহার অভিজ্ঞতা – আসিফ

English Version
calender 2023-08-26

Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) ব্যবহার অভিজ্ঞতা – আসিফ

Review Disclaimer Bn

Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) User Review by – Asif-1693048508.jpg

ইঞ্জিন অয়েলের নিয়ে আমি অনেক আগে থেকেই সচেতন ছিলাম। আমি যখন প্রথম বাইক কিনলাম তখন থেকেই আমি চিন্তা করতাম যে আমার বাইকের ভালো পারফরমেন্স, মাইলেজ যে ইঞ্জিন অয়েল নিশ্চিত করবে সেটা ছাড়া অন্যটা ব্যবহার করবো না। এখন আমি ব্যবহার করছি TVS Jupiter যা একটি স্কুটার ক্যাটাগরির বাইক। এই বাইকটা এখন পর্যন্ত চলেছে ১২ হাজার কিলোমিটার। এই ১২ হাজারে আমি শুরু থেকেই টিভিএস এর দেওয়া ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম , সম্প্রতি আমার পরিচিত এক বড় ভাইয়ের সাথে ইঞ্জিন অয়েলের ব্যাপারে কথা হল । তিনি আমাকে পরামর্শ দিলেন Eni i-Ride 10W-30 Synthetic আমার স্কুটারে ব্যবহার করার জন্য। তার কথা শুনে আমি শেষ বার যখন আমার স্কুটারটা সার্ভিস করাতে দিলাম তখন Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) ব্যবহার করতে শুরু করলাম।

আলহামদুল্লিল্লাহ ভালোই চলছে, মজার বিষয় হল যে , আমি যে দিন স্কুটাররটা সার্ভিস করাতে নিয়ে গেছিলাম সেদিন সার্ভিস করানো হয়নি শিডিউল বিপর্যয় এর কারণে কিন্তু ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা হয়েছে। Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) ইঞ্জিন অয়েল বাইকে দেওয়ার পর আমি কিছুটা পরিবর্তন অনুভব করতে পেরেছি সাথে সাথেই।

আমি যে পরিবর্তনগুলো পেয়েছি সেগুলো পয়েন্ট আকারে নিচে তুলে ধরলাম।

স্মুথনেস
ইঞ্জিন অয়েল দেওয়ার পর প্রথম আমি যে পরিবর্তনটা অনুভব করলাম তা হল এর স্মুথনেস। আমি ইঞ্জিন অয়েলটা রিফিল করার সাথেই সাথেই প্রথম ১০০ কিলোমিটারের মধ্যে বুঝতে পেরেছি যে বাইকের ইঞ্জিন অনেক স্মুথ হয়েছে। পুর্বে যে একটু ভাইব্রেশন ফুটরেস্ট ও হ্যান্ডেলবারে অনুভব করতাম তা অনেকাংশে কমে গেছে।

ইঞ্জিনের এক্সেলেরেশন
আমি পুর্বের ইঞ্জিন অয়েলের এক্সেলেরেশন থেকে একটু কম ফিডব্যাপ পেতাম কিন্তু Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) এটা দেওয়ার পর থেকে দেখছি যে ইঞ্জিনের এক্সেলেরেশন ফিডব্যাক অনেক ভালো।

মাইলেজ
যদিও আমি সেভাবে মাইলেজ পরিমাপ করার সুযোগ পাই না তবে আমি Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) দেওয়ার পর থেকে মাইলেজ বেশি পাচ্ছি।

ইঞ্জিন হিটিং
আগের ইঞ্জিন অয়েলের খেয়াল করতাম যে নতুনভাবে ইঞ্জিন অয়েল রিফিল করলে প্রথম ২০০ কিলোমিটার এবং শেষের ২০০ কিলোমিটার বেশ ভালোই গরম হত এবং ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়ে আমি সেটা অনুভব করতে পারতাম কিন্তু Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) দেওয়ার পর থেকে দেখলাম যে হিটিং ইস্যুটা একেবারেই চলে গেছে।

এখন পর্যন্ত আমি Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) দিয়ে আমার স্কুটার রাইড করেছি ৬০০ কিলোমটার। আশা করি সামনে আরও যত ব্যবহার করবো তত বেশি ভালো পারফরমেন্স পাবো কিন্তু সমস্যার বিষয় হলো যে Eni এর ইঞ্জিন অয়েলের সাপ্লাই অনেক কম তাই চাইলেইও বা টাকা থাকলেও পাওয়া যায় না।

আমার পরামর্শ থাকবে যে, যারা ভালো একটি ইঞ্জিন অয়েলের অভিজ্ঞতা নিতে চান তারা নিঃসন্দেহে Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) আপনাদের স্কুটারের ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করতে পারেন।

More Reviews On Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter)

Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) User Review by – Asif-1693048559.jpg
Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter) ব্যবহার অভিজ্ঞতা – আসিফ
2023-08-26

ইঞ্জিন অয়েলের নিয়ে আমি অনেক আগে থেকেই সচেতন ছিলাম। আমি যখন প্রথম বাইক কিনলাম তখন থেকেই আমি চিন্তা করতাম যে আমার ...

Bangla English