আমি আমার বাইকের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে অনেক পছন্দ করি। যার কারনে ইঞ্জিন অয়েলের প্রতি আমার একটু বিশেষ নজর রয়েছে। আমি শুরু থেকে একটি ব্রান্ড TVS এর ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি , এদিকে খুব সম্প্রতি আমি জানতে পারলাম যে দেশের বাজারে ACI Motors দেশের বাজারে ভালো মানের একটি ইঞ্জিন অয়েল ব্রান্ড সরবরাহ করছে যার নাম ENI । তাই আমি অন্য কোন ব্রান্ডের ইঞ্জিন অয়েল না কিনে ACI Motors এর Eni i-Ride 10W-30 Scooter 1L

ইঞ্জিন অয়েল ক্রয় করে ব্যবহার শুরু করি। এখন পর্যন্ত আমি এই ইঞ্জিন অয়েল দিয়ে রাইড করেছি মোট ৮০০ কিমি , তাই ৮০০ কিমি রাইডের পর আপনাদের সামনে আমার এই ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি।
স্মুথনেস
আমি বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম TVS Ntorq 125 এবং এই স্কুটারে ইঞ্জিন অয়েল হিসেবে Eni i-Ride 10W-30 Scooter 1L দীর্ঘ ৮০০ কিমি রাইড করে স্মুথ অনুভুতি পেয়েছি। পুর্বের TVS এর যে ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম তার থেকে একটু হলেও আমার ইঞ্জিন স্মুথ পারফরমেন্স দিচ্ছে। সব মিলিয়ে স্মুথের দিক থেকে আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি।
ইঞ্জিনের এক্সেলেরেশন
আমার স্কুটারের ইঞ্জিন অনেক শক্তিশালী কারন এখানে ৩ ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, TVS এর যে ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করতাম তার থেকে এখন এই Eni i-Ride 10W-30 Scooter 1L ইঞ্জিন অয়েলটি ব্যবহার করে অনেক ভালো ইঞ্জিন এক্সেলেরেশন পাচ্ছি।
মাইলেজ
সাধারনত স্কুটারের অটো ট্রান্সমিশনের কারনে মাইলেজ আমার মতে একটু বেশি হয়ে থাকে , আগের ইঞ্জিন অয়েল ব্যবহার করে আমি মাইলেজের দিক থেকে তেমন সন্তোষজনক রেজাল্ট না পেলেও বর্তমান Eni i-Ride 10W-30 Scooter 1L ব্যবহার করে আমি মাইলেজ বেশ ভালোই পাচ্ছি।
হিটিং ইস্যু
পারফরমেন্স , মাইলেজ, এক্সেলেরেশনের দিক থেকে মন জয় করতে পারলেও হিটিং ইস্যুর দিক দিয়ে আমার কাছে এটা তেমন ভালো লাগেনি কারন আমি স্বল্প রাইড করলেই ইঞ্জিন বেশ গরম হয়ে যাচ্ছে যেটা আমার জন্য একটু সমস্যার কারন, তবে হ্যা যেহেতু প্রথম ব্যবহার করছি তাই হয়তো এডজাস্ট না হওয়ার কারনে হিটিং ইস্যু একটু হতে পারে আশা করি পরবর্তিতে ঠিক হয়ে যাবে।
এই ছিলো আমার Eni i-Ride 10W-30 Scooter 1L ব্যবহার করার অভিজ্ঞতা যেটা আমি আমার স্কুটারে প্রায় ৮০০ কিমি রাইড করেছি । আপনারা যারা এই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন বলে আমার পরামর্শ থাকলো।