Eni i-Ride 10W-30 Mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- প্রান্ত

English Version
calender 2023-12-20

Eni i-Ride 10W-30 Mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- প্রান্ত

Review Disclaimer Bn

User Review by Pranto-1703071748.jpg

আমি প্রান্ত , বাইক রাইডিং আমার রক্তের সাথে মিশে আছে বলতে পারেন এবং বাইক নিয়ে চলাচল করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার পড়াশোনা ও কাজের সুবাদে আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি এবং বর্তমানে এই ব্যস্ত শহরে আমার চলাফেরা করার জন্য ব্যবহার করছি Honda CB Hornet 160R। এই বাইক নিয়ে যেহেতু আমি প্রতিনিয়ত ছুটে চলি তাই বাইকের প্রতিও আমার যত্ন নেওয়া উচিত। বাইকের যত্নের দিকে মুখ্য বিষয় হল ইঞ্জিন পারফরমেন্স , যেহেতু ঢাকা শহরে রাইড করি ইঞ্জিনের উপর একটু বেশি প্রেশার পরে তাই ভালো মানের একটি ইঞ্জিন অয়েল আমার প্রয়োজন। আমি যেখান থেকে ইঞ্জিন অয়েল কিনি সেখানে আমি আমার চাহিদা বললাম এবং তারা আমাকে একটি ইঞ্জিন অয়েল সাজেস্ট করে যার নাম Eni i-Ride 10W-30 Mineral। আমার বাইকের সাথে ম্যাচিং করে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা শুরু করে এবং এখন পর্যন্ত প্রায় ৯০০ কিমি রাইড করে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এই ইঞ্জিন অয়েল নিয়ে। আজকে আমি সে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করবো।

ইঞ্জিন পারফরমেন্স
আমি মনে করি যে আমার জন্য মিনারেল ইঞ্জিন অয়েল ভালো কারন আমি চাইলেই ১০০০ কিমি এর কাছাকাছি যে কোন সময় পরিবর্তন করে নিতে পারি সেটা ট্যুরের আগের ক্ষেত্রেও একই বিষয়। এই Eni i-Ride 10W-30 Mineral ব্যবহার করার পর থেকে দেখলাম যে ইঞ্জিনের পারফরমেন্স বেশ বৃদ্ধি পেয়েছে যা আমার পুর্বের আরও ইঞ্জিন অয়েল ব্যবহার করার অভিজ্ঞতা থেকে ভালো।

স্মুথনেস
সত্য বলতে প্রথম ১০০ কিমি স্মুথনেস সম্পর্কে কোন ধারণা পাইনি এই ইঞ্জিন অয়েল থেকে পরে ৩০০ কিমি রাইডের পর থেকে এই আসল স্মুথনেস বুঝতে পারলাম এবং এদিকে থেকে আমার অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে।

ভিস্কোসিটি
আমি সাধারনত মিনারেল ইঞ্জিন অয়েল ১২০০ কিমি পর্যন্ত রাইড করি এরপরে ড্রেন করে ফেলি , এক্ষেত্রে Eni i-Ride 10W-30 Mineral এর বিষয় দেখলাম যে প্রথমে এর ভিস্কোসিটি ভালো মনে হলেও ৮০০ কিমি রাইডের পর ভিস্কোসিটি একটু কমে যায় । তবে পারফরমেন্সে তেমন তারতম্য ঘটে না।

গিয়ার শিফটিং
আমার বাইক এখন পর্যন্ত প্রায় ২০ হাজার কিমি রাইড করা হয়েছে তাই গিয়ার শিফটিং কোন ইঞ্জিন অয়েলের কেমন সেটা ভালোমত টের পাই। আমার কাছে এই Eni i-Ride 10W-30 Mineral ব্যবহার করে গিয়ার শিফটিং বেশ ভালোই মনে হয়েছে।

সব মিলিয়ে একটি মিনারেল ইঞ্জিন অয়েল হিসেবে এটা আমার কাছে খারাপ মনে হয়নি, আপনারা যারা এই ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা আমার পরামর্শ থাকলো।

More Reviews On Eni i-Ride 10W-30 Mineral (1 Liter)

User Review by Pranto-1703072015.jpg
Eni i-Ride 10W-30 Mineral ইঞ্জিন অয়েল ব্যবহার অভিজ্ঞতা- প্রান্ত
2023-12-20

আমি প্রান্ত , বাইক রাইডিং আমার রক্তের সাথে মিশে আছে বলতে পারেন এবং বাইক নিয়ে চলাচল করতে আমার অনেক বেশি ভালো লাগে। ...

Bangla English