ইঞ্জিন অয়েল বাইকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, প্রতিটি বাইক প্রস্তুতকারী কোম্পানি বিভিন্ন গবেষণা করে তাদের বাইকের জন্য নির্দিষ্ট গ্রেডের ইঞ্জিন অয়েল নিরধারন ও রেকোমেন্ড করে থাকেন, এটি বাইকের ইউজার ম্যানুয়াল বুকে উল্লেখ করা থাকে এবং এই ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইক থেকে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে, আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড সম্পর্কে না জেনে থাকেন তবে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল থেকে তা জেনে নিতে পারেন, আপনাদের সুবিধারতে আজ বাংলাদেশের জনপ্রিয় কিছু বাইকের ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল গ্রেড নিয়ে আলোচনা করব, চলুন ভিডিওটি শুরু করি।
Japanese popular brand:
• Yamaha ব্র্যান্ড

এর সকল বাইকের জন্য 10W40 এই ইঞ্জিন অয়েল গ্রেডটি ব্যবহার করা হয়। এই গ্রেডটি মেইনটেইন করে আপনি যেকোন ব্র্যন্ড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে তাদের নিজস্ব ইয়ামালুব ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন।
• বাংলাদেশে অফরোডিং এর জন্য বেস্ট বাইক Kawasaki KLX সহ এই ব্র্যান্ড এর সকল বাইকের জন্য 10w-40 গ্রেড রিকোমান্ড করা হয়।
• অন্যদিকে জাপানিজ বহুল পরিচিত ব্র্যন্ড Suzuki এর সকল বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড হলো 20W40 কোম্পানি কর্তিক তারা মোটুলের ইঞ্জিন ওয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।
• নির্ভরযোগ্যতার দিক থেকে Honda কোম্পানির বাইক সর্বস্তরে পরিচিত। হোন্ডার নিজস্ব ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড রয়েছে । তারা তাদের ইঞ্জিনের জন্য সর্বদা 10w30 গ্রেড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।
Indian brand:
• কমিটার বাইকের জন্য অন্যতম ২টি ইন্ডিয়ান বাইক ম্যানুফাকচারার ব্র্যন্ড হিরো ও বাজাজ তাদের বাইকের ইঞ্জিনের জন্য যথাক্রমে 10w30 ও 20w 50গ্রেডের অয়েল; ব্যবহারের পরামর্রশ দিয়ে থাকেন।
• বাজেট ফ্রেন্ডলি এবং স্পীড এর দিক থেকে Tvs এর বাইক সর্বদা এগিয়ে। TVS এর সকল বাইকের অয়েল গ্রেড 10W30।
Chinese popular bikes:
• চাইনিজ বাইক ম্যানুফ্যাকচুরারদের মধ্যে অন্যতম সুপরিচিত ব্র্যান্ড Lifan এর সকল বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড 10W40, এবং Taro gp এর সকল বাইকে লিফানের ইঞ্জিন ব্যবহার করা হয় এইজন্য এর ইঞ্জিন অয়েল গ্রেড অয়েল গ্রেড 10W40।
• আমরা H-powerব্র্যান্ডের বাইকের সাথে কমবেশি পরিচিত এর সকল বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড 20W40, এছাড়া আপনি চাইলে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন।
Thailand popular brand:
• এরপর আসি থাই বাইক ম্যানুফাকচারিং ব্র্যন্ড জিপিএক্স নিয়ে। জিপিক্স ব্র্যন্ড এর সকল বাইকের জন্য নির্ধারিত গ্রেড 10w 40।
Bangladeshi brand:
• সর্বশেষে আসি বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড Runner, এর সকল বাইকের জন্য নির্ধারণকৃত ইঞ্জিন অয়েল গ্রেড 20W50।
আমরা বাংলাদেশের জনপ্রিয় কিছু বাইক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল গ্রেড উল্লেখ করলাম, এছাড়া যেকোনো বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বাইকের ফুল স্পেক এ কিল্ক করে বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড সম্পর্কে জেনে নিন।
এই ছিলো আমাদের আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে।