আসসালামুয়ালাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে octane booster, আমাদের মাঝে অনেকেই জানেন না অকটেন বুস্টার কি, এ বিষয় নিয়ে আমাদের অনেক না জানা তথ্য রয়েছে, বেশ কিছু বছর থেকে বাইকিং কমিউনিটিতে octane booster নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা যাচ্ছে, আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, চলুন শুরু করি।
• Octane booster হচ্ছে একটি অয়েল additives, যার, মাধ্যমে ফুয়েলের RON নাম্বার বৃদ্ধি করা হয়, এবং বিভিন্ন কোম্পানি দাবি করেন এটি ব্যবহারে বাইকের পারফর্মেন্স কিছুটা ভালো পাওয়া যায়।
• সারা বিশ্বে যে ফুয়েল ব্যবহার করা হয় সব ফুয়েলের মধ্যেই বিভিন্ন additives ব্যবহার করা হয়, এবং এর ভিত্তিতেই ফুয়েলের RON (research octane number) নির্ধারণ করা হয়।
• আমাদের দেশে ফুয়েলকে আমরা অকটেন বা পেট্রোল নামে চিনে থাকলেও, বহি বিশ্বে তা Gasoline নামে পরিচিত, এবং এর ভিতরে ব্যবহৃত বিভিন্ন additives বা বুস্টারের মাধ্যমে এই Gasoline এর মান নির্ধারণ করা হয়, এবং বিশ্ব বাজারে gasoline এর নাম্বারের অপর ফুয়েলের দাম নির্ধারণ করা হয়, যেমন: 93, 91, 98 ইত্যাদি।
• আমাদের দেশে সাধারনত octane এর RON নাম্বার ৯১ ও পেট্রোলের ৮৬ হওয়ার থাকলেও বিভিন্ন অঞ্চলে আমরা এর চেয়ে অনেক কম মানের ফুয়েল পেয়ে থাকি, তবে কমিউটার সেগ্মেনেটের carburetor বাইক এই ফুয়েলে চলতে সমস্যা করে না, কারন বিভিন্ন বাইকের compression ratio আলাদা হয়ে থাকে, এবং কম সিসির বাইক গুলো সাধারন ব্যবহারের জন্য হয়ে থাকায় এই ভেজাল ফুয়েলেও কোনো সমস্যা ছাড়াই বেশ ভালো চলতে পারে।
• তবে বর্তমানে বাজারে ১৫০ সিসি segment a fi বাইক পাওয়া যায়, এবং সেই সব fi বাইকের ক্ষেত্রে ভালো মানের ফুয়েল এর প্রয়োজন পড়ে, কারন সেগুলো sensitive engine এর বাইক এবং ভালো মানের ফুয়েল ছাড়া সেই সব বাইক চলতে সমস্যা দেখা দেয়, বাইক থেকে আশানুরুপ পারফর্মেন্স দেয় না।
• আমাদের দেশে প্রায় সব অঞ্চলে এই সব বাইক পাওয়া গেলেও ভালো মানের ফুয়েল সকল অঞ্চলে পাওয়া যায় না, এছাড়া লং টুরের ক্ষেত্রে কিন্তু ভালো মানের ফুয়েল সব সময় পাওয়া যায় না, এ অবস্থায় আপনি যদি ভেজাল ফুয়েলের মাধ্যমে বাইক চালান তবে সমস্যা হতে পারে, এ সকল ক্ষেত্রে অকটেন বুস্টার ব্যবহার করলে এ সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।
• যেমন টা আমরা আগেই বলেছি Octane booster হচ্ছে একটি অয়েল additives, যার, মাধ্যমে ফুয়েলের RON নাম্বার বৃদ্ধি করা হয়, তাই আপনি যদি fi বাইক ব্যবহার করে থাকেন এবং আপনার অঞ্চলে যদি ভালো মানের ফুয়েল পাওয়া না যায় অথবা আপনি লং ট্যুরে বা অপরিচিত কোথাও আছেন যেখানে ভালো মানের তেল নেই, এই সকল ক্ষেত্রে আপনি চাইলে Octane booster ব্যবহার করে দেখতে পারেন।
• তবে ভালো মানের ফুয়েলের সাথে ব্যবহার করে এর পার্থক্য সহজে বোঝা যায় না, যেহেতু আমাদের দেশে ফুয়েলের RON নাম্বার সঠিক জানা নেই, তাই সঠিক ভাবে বলা যায় না কোন ফুয়েলের সাথে অকটেন বুস্টার ব্যবহার করলে আপনি ভালো পারফর্মেন্স পাবেন, তাই ভালো মানের ফুয়েলের সাথে এর ব্যবহারের প্রয়োজন নেই।
এই ছিলো অকটেন বুস্টার সম্পর্কে বিস্তারিত, আসা করি আপনাদের উপকারে এসেছে, তবে অকটেন বুস্টার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেকোনো একটি একবারে ব্যবহার করবেন, এক এর অধিক ব্যবহারের ফলে সমস্যার সম্মুখীন হতে পারে।
