ইঞ্জিন অয়েল একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর প্রধান কাজ হল ইঞ্জিনের যন্ত্রাংশের ক্ষয় রোধ করা। পরবর্তীতে ইঞ্জিন অয়েল ড্রেন করার ফলে ইঞ্জিন থেকে ক্ষয় হয়ে যাওয়া অংশ বেরিয়ে আসে। গুণগত মান ও চাহিদার দিক থেকে বিবেচনা করে বাংলাদেশের সেরা ৫ টি ইঞ্জিন অয়েলের দাম ও বিবরন নিচে উল্লেখ করা হল।
১. MOTUL 3000 4T PLUS
মটুল হচ্ছে একটি ফ্রান্সের

ইঞ্জিন অয়েল প্রস্তুতকারক কোম্পানি এবং বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিন অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান। Motul 3000 4T plus একটি মিনারেল ইঞ্জিন অয়েল , এটি বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী ৮০০-১০০০ কিলোমিটার পর্যন্ত ব্যাবহার করা যায় , এটির 20W40, 10W30 , 20W50 গ্রেড বাংলাদেশের বাজারে পাওয়া যায়।
MOTUL 3000 4T PLUS ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য : ৫০০ টাকা।
২.MOBIL SUPER MOTO TM
মবিল বাংলাদেশে সুপরিচিত ইঞ্জিল অয়েল ব্র্যান্ড, সাধারন মানুষের মধ্যে বেশ সংখ্যক মানুষ ইঞ্জিন অয়েল বলতে মবিলকে বুঝে থাকেন। এটি ৭০০-৯০০ কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা যায় । এর 20W40, 10W30, এবং Mobil super Moto 4T 20W50 গ্রেডে বাংলাদেশ বাজারে পাওয়া যায় । 20W40 ও 10W30
MOBIL SUPER MOTO TM ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য: ৪৬০টাকা।
MOBIL SUOER MOTO 4T ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য: ৪২৫টাকা।
3. LIQUI MOLLY 4T STREET
একটি জার্মানি ব্র্যান্ড ।এটি একটি সেমি সিন্থেটিক ইঞ্জিন অয়েল। তারা সকল যানবাহন এর জন্য ইঞ্জিন অয়েল প্রস্তুত করে থাকে, তাদের এই ইঞ্জিল অয়েল ১২০০-১৫০০ কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা যায় ,এটি 10W40, 10W30 ২টি গ্রেডে বাংলাদেশের বাজারে পাওয়া যায় ।
LIQUI MOLLY 4T STREET ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য ঃ ৭৩৫ টাকা।
৪. MOTUL 7100 FULLY SYNTHETIC
এটি সিনথেটিক ইঞ্জিন অয়েল, বাংলাদেশের বাজারে অধিক বিক্রিত সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে অন্যতম । এটি আবহাওয়া ও রাস্তা ধরন অনুযায়ী ২২০০-২৫০০ ব্যবহার করা যায় ।
MOTUL 7100 FULLY SYNTHETIC ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য ঃ ১২০০ টাকা।
5. SHELL ADVANCE ULTRA 4T
ইঞ্জিন অয়েলের জগতে shell একটি বিশ্বস্ত নাম, তারা প্রায় সকল প্রকারের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল প্রস্তুত করে থাকে। shell advance ultra 4t একটি সিন্থেটিক ইঞ্জিন অয়েল , এটি ব্যবহার করে বাইকের ইঞ্জিন বেশ স্মুথ থাকে, এবং বাইকের সাউন্ড স্মুথ রাখে। এটি ২২০০-২৫০০ কিলোমিটার ব্যবহার করা যায়।
SHELL ADVANCE ULTRA 4T synthetic ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য ঃ ১২৫০ টাকা।
বাংলাদশেরে আবহাওয়ার প্রেক্ষাপটে উপরে উল্লেখিত ইঞ্জিন ওয়েল আপনার বাইকের জন্য অধিক উপযোগী । তবে আপনার বাইকের ম্যনুয়াল বই অনুযায়ী যেই গ্রেড উল্লেখ রয়েছে সেটি ব্যবহারের পরামর্শ রইল।