ইঞ্জিন অয়েল একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর প্রধান কাজ হল ইঞ্জিনের যন্ত্রাংশের ক্ষয় রোধ করা। পরবর্তীতে ইঞ্জিন অয়েল ড্রেন করার ফলে ইঞ্জিন থেকে ক্ষয় হয়ে যাওয়া অংশ বেরিয়ে আসে। গুণগত মান ও চাহিদার দিক থেকে বিবেচনা করে বাংলাদেশের সেরা ৫ টি ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডের নাম ও বিবরন নিচে উল্লেখ করা হল।
১. মটুল
মটুল বিশ্বের একটি সুপরিচিত ও বিখ্যাত লুব্রিকেন্ট ব্র্যান্ড যার সদরদপ্তর ফ্রান্সে

অবস্থিত। তারা প্রায় সকল প্রকার যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল সহ অন্যান্য লুব্রিকেন্ট প্রস্তুত করে থাকে, তাদের পন্যের গুণগত মান ভালো হওয়ায় তারা ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে তাদের পন্যের ব্যাপক চাহিদা রয়েছে, এবং এটি প্রতিনিয়ত বেড়ে চলেছে। নিম্নে বাংলাদেশ বাজারে পাওয়া যায় মটূলের সকল ইঞ্জিন অয়েলের দাম উল্লেখ করা হল।
• Motul 3000 4T Plus 10w30 ইঞ্জিন অয়েলের দাম ৫০০ টাকা।
• Motul 3000 4T plus 10W50 ইঞ্জিন অয়েলের দাম ৫০০ টাকা
• Motul 3000 4T Plus 20W40 ইঞ্জিন অয়েলের দাম ৫০০ টাকা।
• Motul 300V 10W40 ইঞ্জিন অয়েলের দাম ১৫০০ টাকা।
• Motul 300V 15W50 ইঞ্জিন অয়েলের দাম ১৫৫০ টাকা
• Motul 300V 5W30 ইঞ্জিন অয়েলের দাম ১৫০০ টাকা
• Motul 3100 Gold 20W50 ইঞ্জিন অয়েলের দাম ৬০০ টাকা।
• Motul 3100 10W30 Techno synthetic ইঞ্জিন অয়েলের দাম ৬২০ টাকা
• Motul 3100 10W40 techno synthetic ইঞ্জিন অয়েলের দাম ৬০০ টাকা
• Motul 5100 10W30 ইঞ্জিন অয়েলের দাম ৮৫০ টাকা।
• Motul 5100 10W40 ইঞ্জিন অয়েলের দাম ৮৫০ টাকা।
• Motul 5100 10W50 ইঞ্জিন অয়েলের দাম ৮৫০ টাকা
• Motul 7100 10W30 সিন্থেটিক ইঞ্জিন অয়েলের দাম ১১৯৫ টাকা।
• Motul 7100 4T 20W50 ইঞ্জিন অয়েল দাম ১২০০ টাকা।
• Motul 7100 10W40 ইঞ্জিন অয়েলের দাম ১২০০ টাকা
• Motul Scooter LE 10W30 ইঞ্জিন অয়েলের দাম ৪৫০ টাকা
২. মবিল
মবিল বাংলাদেশ ও বিশ্বে সুপরিচিত ও জনপ্রিয় লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি ব্যবহারকারীদের জন্য একটি বিশ্বস্ত নাম, তারা তাদের কোয়ালিটি ও গুণগত মানের কারনে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। গ্রাম বাংলার সাধারন মানুষ ইঞ্জিন অয়েল বলতে মবিল বুঝিয়ে থাকেন এবং ইঞ্জিন অয়েলকে মবিল বলে সম্মধন করেন। মবিল ইঞ্জিন অয়েল বাংলাদেশ সহ পুরো বিশ্বে অনেক বেশি জনপ্রিয়, আজ আমরা মবিলের যে সকল ইঞ্জিন অয়েল বাংলাদেশে পাওয়া যায় তার দাম উল্লেখ করব।
• Mobil 1ᵀᴹ 5W-30 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ১৫৪০ টাকা।
• Mobil 1ᵀᴹ Racing 4T 10W-40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ১৪৩৫ টাকা।
• Mobil Super Motoᵀᴹ 4T 20W-50 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৫১৫ টাকা।
• Mobil Super Motoᵀᴹ 10W-30 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৫৪০ টাকা।
• Mobil Super Motoᵀᴹ Scooter 10W-30 (0.8 Liter) ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৫৩০ টাকা।
• Mobil Super Motoᵀᴹ 20W-40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৫৪০ টাকা।
• Mobil Brake Fluid DOT4 বাংলাদেশ মূল্য ৪৮০ টাকা।
• Mobil Ready Mix Coolant বাংলাদেশ মূল্য ৪০০ টাকা।
৩. লিকুই মলি
লিকুই মলি একটি জার্মানি লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং তারা ইঞ্জিন অয়েলের পাশাপাশি বিভিন্ন প্রকারের পণ্য উৎপাদন করে থাকে যা বাইকের জন্য অনেক উপযোগী। তাদের পন্যের মান এর কারনে তারা প্রতিনিয়ত চাহিদার বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিক্রয় হচ্ছে, প্রতিনিয়ত তাদের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। নিম্নে বাংলাদেশ বাজারে পাওয়া যায় এমন ইঞ্জিন অয়েলের দাম উল্লেখ করা হল।
• Liqui molly 4T street mineral10W40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui molly 4T street mineral 20W50 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui molly 4T street semi synthetic 10W30 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui molly 4T street semi synthetic 10W40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui molly street race fully synthetic 10W40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui molly street race fully synthetic 10W50 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য টাকা।
• Liqui Molly 4T Additive Shooter বাংলাদেশ মূল্য ৩৫০টাকা।
• Liqui Molly Break Fluid DOT 3 বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
• Liqui Molly Break Fluid DOT 5.1 বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
• Liqui Molly Chain lube বাংলাদেশ মূল্য ৬০০ টাকা।
• Liqui Molly DOT 4 Break Fluid বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
• Liqui Molly Engine Flush বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
• Liqui Molly High Performance Gear Oil বাংলাদেশ মূল্য ৬৫০ টাকা।
• Liqui Molly MOS2 Shooter বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা ।
• Liqui Molly Octen Booster বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
• Liqui Molly Ready Mix Coolant বাংলাদেশ মূল্য ৫৫০ টাকা।
• Liqui Molly Speed Additive Shooter বাংলাদেশ মূল্য ৩৫০ টাকা।
৪.শেল
শেলএকটি ইউনাইটেড কিংডম ইঞ্জিন অয়েল্ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা পন্যের গুণগত মানের কারনে বিশ্বের কাছে পরিচিত, এবং তাদের পন্য অনন্যা ব্রান্ডের চেয়ে দামে সাশ্রয়ী হয়ে থাকে তারা প্রায় সকল ধরনের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল ও লুব্রিকেন্ট প্রস্তুত করে থাকে। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশে shell এর পন্য অনেক জনপ্রিয়। নিম্নে তাদের পন্যের তালিকা ও দাম উল্লেখ করা হল।
• Shell Advance Ultra 4T 10W-40, Fully Synthetic ইঞ্জিন অয়েলের ১৩৪৫ টাকা।
• Shell Advance Long Ride 10W-40 Fully Synthetic ইঞ্জিন অয়েলের দাম ৮৫০ টাকা।
• Shell Advance 4T AX5 20W-40 1L (Limited Edition) ইঞ্জিন অয়েলের দাম ৫৩০ টাকা।
• Shell Advance 4T AX5 20W-50 1L (Limited Edition) ইঞ্জিন অয়েলের দাম ৫৩০ টাকা।
• Shell Advance AX Star - 20w-40 900ml ) ইঞ্জিন অয়েলের দাম ৪১৫ টাকা।
• Shell Advance AX Star - 20w-40 1L ) ইঞ্জিন অয়েলের দাম ৫০০ টাকা।
• Shell Advance Fuel save 10W-30 Fully Synthetic ইঞ্জিন অয়েলের দাম ৮৫০টাকা।
৫. Castrol
Castrol একটি ব্রিটিশ লুব্রিকেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারা প্রায় সকল প্রকারের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল ও বিভিন্ন লুব্রিকেন্ট প্রস্তুত করে থাকে। তারা ভারতে অনেক বেশি জনপ্রিয় এবং ভারতে যেহেতু বাইকের ব্যবহার বেশি তাই কমিউটার বাইক ব্যবহারকারীদের মধ্যে একটি বড় অংশ Castrol ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকে, এছাড়া তারা বিশ্বে অনেক দেশে জনপ্রিয় তাদের কোয়ালিটি ও কম মুল্যে ভালো পন্য দেয়ার কারনে। নিম্নে Castrol এর বাংলাদেশ বাজারে পাওয়া যায় এমন ইঞ্জিন অয়েলের দাম সম্পর্কে জানব।
• Castrol Active 4T 10W30 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৪৫০ টাকা।
• Castrol Active 4T 20W40 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৪৫০ টাকা।
• Castrol Active 4T 20W50 ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৪৫০ টাকা।
• Castrol Power1 Racing 10W40 4T fully synthetic ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মূল্য ৯৯০ টাকা।
চাহিদা ও পন্যের গুণগত মান অনুযায়ী বাংলাদেশের সেরা ৫ টি লুব্রিকেন্ট ব্র্যান্ডের তালিকা উল্লেখ করা হল। এসকল পণ্য বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।