দেশের বাজারে Eni Lubricants ইউজারদের ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য এসিআই মটরস এর হাত ধরে বাজারজাত করছে তাদের লুব্রিকেন্টস গুলো। তাদের বহরে বাইকের পাশাপাশি বড় বড় চার চাকার যানবাহনের জন্য রয়েছে লুব্রিকেন্টস। আজকে আমরা আপনাদের সুবিধার্থে Eni Lubricants এর বাইকের জন্য যে সকল ইঞ্জিন অয়েল দেশে বাজারজাত করছে সেগুলো তুলে ধরবো।
Eni i-Ride 10W-30 Mineral (1 Liter)
এটি একটি মিনারেল ইঞ্জিন অয়েল যার গ্রেড হচ্ছে 10W-30 যা ৪ স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট বাইকে ব্যবহার করা যাবে । এর সার্টিফিকেশন হিসেবে রয়েছে API SL| JASO MA, MA2।
Eni i-Ride 10W-30 Mineral ইঞ্জিন অয়েলের বর্তমান দাম ৪৭৫ টাকা মাত্র।
Eni i-Ride 10W-30 Synthetic (0.8 Liter)
Eni i-Ride moto 10W-30 হচ্ছে একটি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল যা ৪ স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে ব্যবহার করা যাবে । এটা হাই পারফরমেন্স ফরমুলেটেড ইঞ্জিন অয়েল যা ইঞ্জিনের সর্বাধিক পারফরমেন্স নিশ্চিত করবে। এর সার্টিফিকেশন হিসেবে আছে API SL| JASO MA, MA2।
Eni i-Ride 10W-30 Synthetic ইঞ্জিন অয়েলের দাম ৩৯০ টাকা।
Eni i-Ride 10W-40 Mineral (1 Liter)
Eni i-Ride 10W-40 হচ্ছে একটি মিনারেল ইঞ্জিন অয়েল যার গ্রেড 10W-40। এই ইঞ্জিন অয়েলের সার্টিফিকেশন হিসেবে আছে API SL| JASO MA, MA2
Eni i-Ride 10W-40 Mineral ইঞ্জিন অয়েলের দাম ৫৬০ টাকা।
Eni i-Ride 10W-40 Synthetic (1 Liter)
Eni i-Ride moto 10W-40 হচ্ছে একটি সিন্থেটিক প্রযুক্তির লুবরিকেন্টশ যা ৪ স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট বাইকের জন্য তৈরি করা হয়েছে । বাইকের ইঞ্জিনের সর্বচ্চো পারফরমেন্স নিশ্চিত করবে এই ইঞ্জিন অয়েল । এর সার্টিফিকেশন হিসেবে রয়েছে API SL| JASO MA, MA2।
Eni i-Ride 10W-40 Synthetic (1 Liter) ইঞ্জিন অয়েলের দাম ১,২৭০ টাকা।
Eni i-Ride 20W-40 Mineral (1 Liter)
Eni i-Ride moto 20W-40 হচ্ছে একটি মিনারেল ইঞ্জিন অয়েল যার গ্রেড 20W-40

এবং এটি ৪ স্ট্রোক বাইকের ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এখানে সার্টিফিকেশন হিসেবে রয়েছে API SL| JASO MA, MA2 ।
Eni i-Ride 20W-40 Mineral ইঞ্জিন অয়েলের দাম ৪৭৫ টাকা।
Eni i-Ride 20W-50 Mineral (1 Liter)
Eni i-Ride moto 20W-50 হচ্ছে একটি মিনারেল ইঞ্জিন অয়েল যার গ্রেড 20W-40 এবং এটি ৪ স্ট্রোক বাইকের ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এখানে সার্টিফিকেশন হিসেবে রয়েছে API SL| JASO MA, MA2 ।
Eni i-Ride 20W-50 Mineral ইঞ্জিন অয়েলের দাম ৪৭৫ টাকা।
এই ছিলো Eni Lubricants এর বাইকের জন্য ইঞ্জিন অয়েলগুলো। আপনার বাইকের ভালো পারফরমেন্স পেতে সর্বদা ব্যবহার করুন Eni Lubricants। আর বাইক এবং বাইকের ইঞ্জিন অয়েলের বিস্তারিত জানতে সব সময় চোখ রাখুন মোটরসাইকেল ভ্যালীতে।