ENI বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ইতালিয়ান মাল্টিন্যাশনাল এনার্জি কোম্পানি। এটি বিশ্বের সবচেয়ে বড় ‘সুপারমেজর’ ওয়েল কোম্পানিগুলোর মধ্যে একটি। এতো বড় একটি কোম্পানি হিসেবে কর্পোরেট-ওয়ার্কের বাইরেও সোশ্যাল রিসপন্সিবিলটির জায়গা থেকে ENI কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কোম্পানিটি ENI Award চালু করেছে।
সায়েন্টিফিক ইনোভেশন বিশ্বব্যাপী এনার্জি সেক্টরকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। এনার্জি সেক্টরে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই ২০০৮ সালে সর্বপ্রথম ENI Award চালু করা হয়। প্রথম থেকেই, ENI অ্যাওয়ার্ড একটি কর্পোরেট পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি।ফলিত গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে এনার্জি সেক্টরে এই অ্যাওয়ার্ডটি অনেক মর্যাদা রাখে।
ENI পুরষ্কার এর বিচারকমণ্ডলীর মধ্যে রয়েছেন নোবেল পুরস্কার জিতেছেন এমন বিজ্ঞানীরা। পুরস্কারের বৈজ্ঞানিক কমিটির সদস্যরা অ্যাপ্লিকেশন মূল্যায়ন করে এবং পুরস্কার প্রদান করে। এই কমিটির সদস্যরা বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের নিয়ে গঠিত। ১৯৮৭ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক জিন-মারি লেহন এবং ১৯৯৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট রিচার্ডসন এবং একই সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী প্রয়াত স্যার হ্যারল্ড ক্রোটো

এই কমিটির সদস্যদের মধ্যে ছিলেন।
বিভাগ:
ENI পুরস্কারের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। প্রধান তিনটি বিভাগ হল:
1. এনার্জি ফ্রন্টিয়ার
2. উন্নত পরিবেশগত সমাধান
3. এনার্জি ট্রান্সমিশন
এছাড়াও অ্যাওয়ার্ডটির আরও কয়েকটি অন্যান্য উপশ্রেণীও রয়েছে। যেমন ইয়াং রিসার্চার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, রিসার্চ ডেবিউ—আফ্রিকা থেকে তরুণ প্রতিভা এবং ENI ইনোভেশন অ্যাওয়ার্ডস (ENI কর্মীদের জন্য) ।
ENI Joule for Entrepreneurship Award, ENI এর ইতালিয়ান বিজনেস স্কুল জুল দ্বারা প্রতিষ্ঠিত একটি পুরস্কার যেটি শক্তি পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তির বাস্তবায়ন, বর্ধিতকরণ এবং ট্রান্সমিশনকে উৎসাহিত করার জন্য দেওয়া হয়ে থাকে। পুরস্কারটি ইতালির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে। সার্ভিস এবং প্রোডাক্ট ডিকার্বনাইজেশন, সার্কুলার ইকোনমিক্স এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে টেকসই উদ্যোক্তাকে উৎসাহিত করতেই এই Entrepreneurship Awarad দেওয়া হয়ে থাকে।
২০২২ সালে ENI অ্যাওয়ার্ড অনুষ্ঠান:
২০২২ সালের ENI অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৩ অক্টোবর কুইরিনাল প্রাসাদে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটিতে ইতালীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা উপস্থিত ছিলেন। ইতালির বড় এবং সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অফিসাররা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ থেকেই বোঝা যায় ENI বৈজ্ঞানিক সম্প্রয়দায়কে কতটুকু গুরুত্বসহকারে বিবেচনা করে থাকে।
পাশাপাশি গবেষকরাও ENI Award কে একটি মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে গ্রহণ করে নিয়েছেন। প্রতিবছরেই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি কলেবর এবং ব্যাপকতার দিক থেকে বেড়ে চলছে।
২০২৩ সালের ENI AWARD এর জন্য ইতিমধ্যেই সকল রিসার্চ পেপার সাবমিট করা হয়েছে এবং অ্যাওয়ার্ডটি যথারীতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।