বিশ্বের সকল দেশে বিভিন্ন প্রকার যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল ব্যবহার হয়ে থাকে এবং এই ইঞ্জিন অয়েলের মান নিয়ন্ত্রণ করেন কিছু প্রতিষ্ঠান যা ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত, তাদের দেশে ইঞ্জিন অয়েল বিক্রি করতে হইলে নির্দিষ্ট প্রতিষ্ঠানের থেকে মান নিয়ন্ত্রণ সনদপত্র নিয়ে তবে বিক্রয় করতে পারবে। তাদের সকল নিয়মনিতি মেনে চলতে হবে। আজকে আমরা ইঞ্জিন অয়েল মান নি্যন্ত্রণকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব।
API: এপিআই এর পূর্ণরূপ ( আমেরিকান পেট্রোলিয়াম ইন্সটি্টিউট) একটি ইঞ্জিন অয়েল মান নিয়ন্ত্রন ভিত্তিক প্রতিস্ঠান যার সদরদপ্তর আমেরিকায় অবস্থিত।তারা যানবাহনের নতুন টেকনোলোজির উপর ভিত্তি করে ইঞ্জিন অয়েলের মান নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে তারা SN+ মান নিয়ন্ত্রণ করে থাকে যা ২০১৮ সালের পরে থেকে যত যানবাহন তৈরি হয়েছে তা SN+ ইঞ্জিন অয়েল ব্যবহার করা হবে।
JASO: জাপানিজ অটো্মটিভ

স্ট্যান্ডার্ড অরগানাইজেসন (জাসো) একটি জাপানিজ ইঞ্জিন অয়েল মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তারা মূলত বাইকের জন্য ইঞ্জিন অয়েল মান নিয়ন্ত্রণ করেন, যেখানে ক্লাচ, ইঞ্জিন ও গেয়ার বক্স সবকিছুর জন্য একটি অয়েল ব্যবহার হয়। এছাড়া তারা ইঞ্জিন অয়েলের গ্রেড নির্ধারণ করে থাকে। তাদের বর্তমান টেকনোলোজি JASO MA2 যেটি catalytic convertor ও BS6 টেকনোলোজি সহ বাইকের জন্য অধিক উপযোগী।
SAE: সোসাইটি অফ অটোমটিভ ইঞ্জিনিয়ারস(এস এ ই) তারা ইঞ্জিন অয়েলের গ্রেড ও নিয়ে ও ঘনত্ব অনুসন্ধান করে থাকে। সেটি তার গ্রেড অনুযায়ি ঠিক আছে কিনা এটি যাচাই বাছাই করা তাদের কাজ।
উপরে উলেখিত সকল নতুন টেকনোলোজি ইঞ্জিন অয়েল আমাদের দেশের বাজারে পাওয়া যায়। API SN+, JASO MA, MA2, ও MB স্কুটারের জন্য, এসকল ইঞ্জিণ অয়েল মান যাচাই বাছাই করে তবেই তা বাজারজাত করা হয়।