সুজুকি জাপানের একটি সুপরিচিত বাইক ম্যানুফ্যাকচুরিং ব্র্যান্ড, তারা সম্পূর্ণ বিশ্বের বিখ্যাত তাদের স্পোর্টস বাইকের জন্য, বাংলাদেশে ১৬৫ সিসি পর্যন্ত লিমিট থাকার কারনে আমরা স্পোর্টস বাইক ব্যবহার করতে পারি না, তবে আমাদের সাধ্যের মধ্যে কিছু স্পোর্টস বাইক রয়েছে ১৬৫ সিসির মধ্যেই, Suzuki GSXR 150 তাদের মধ্যে অন্যতম, এটি বাংলাদেশের অন্যতম অধিক বিক্রিত স্পোর্টস বাইকের মধ্যে একটি এবং এর পারফর্মেন্স অনেক ভালো, পারফর্মেন্স এর কথা বললে ইঞ্জিন অয়েলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আজ Suzuki GSXR ও Suzuki Bandit 150 এর জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল নিয়ে আলোচনা করব।
1. Motul 300V fully synthetic:

Motul 300V একটি মটূলের ফ্লাগশিপ ইঞ্জিন অয়েল এবং এতে সেরা পারফর্মেন্স এর জন্য তৈরি করা হয়েছে, সাধারনত এই ইঞ্জিন অয়েল স্পোর্টস ও প্রিমিয়াম বাইকে ব্যবহার হয়ে থাকে, এর কারন এই ইঞ্জিন অয়েল একটানা দীর্ঘ সময় পর্যন্ত এর পারফর্মেন্স এবং স্মুথনেস ধরে রাখতে পারে, আপনি যদি উচ্চ আরপিএম এ বাইক রাইড করেন এবং লং রাইড করে থাকেন তবে এই ইঞ্জিন অয়েল ব্যবহার করে ভালো পারফর্মেন্স এবং স্মুথনেস পাবেন এই ইঞ্জিন অয়েল ২৫০০-২৮০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে,, এর দাম বর্তমানে ১৬৫০ টাকা।
2. Mobil Racing 4T 10W40:

মবিল বিশ্বের সর্বাধিক পরিচিত লুব্রিকেন্ট ব্র্যান্ড এর মধ্যে অন্যতম, সাধারন মানুষেরা ইঞ্জিন অয়েল বলতেই মবিল বুঝিয়ে থাকেন, এর ব্যবহারকারীরা এই ইঞ্জিন অয়েল দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে, তারা এটি থেকে ভালো পারফর্মেন্স পাচ্ছেন, এবং অন্যদের এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, এই অয়েল ব্যবহারের পরে তারা ইঞ্জিন স্মুথনেস ভালো পেয়েছেন এবং গেয়ার শিফটিং আগের তুলনায় ভালো পেয়েছেন, এই ইঞ্জিন অয়েল ২৫০০-২৮০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে, বর্তমানে এর দাম ১৫৪০ টাকা।
3. Motul 7100 10W40:

সুজুকি তাদের বাইকে ব্যবহারের জন্য সর্বদা মটুলের ইঞ্জিন অয়েল রেকোমেন্ড করে থাকেন, Motul 7100 সিন্থেটিক ইঞ্জিন অয়েল বেশির ভাগ Suzuki GSXR ও Suzuki Bandit 150 ইউজার ব্যবহার করে থাকে, এর পারফর্মেন্স এবং ইঞ্জিন স্মুথনেস অনেক ভালো, এর ড্রেন পিরিয়ড ২২০০-২৫০০+ কিলোমিটার, যা এই বাজেটের ইঞ্জিন অয়েল হিসাবে যথেষ্ট এছাড়া এটি মটুলের অন্যতম অধিক বিক্রিত ইঞ্জিন অয়েলের মধ্যে একটি, এর বর্তমান বাজার মূল্য ১৪০০ টাকা।
4. Liqui Moly 10W-40 Full Synthetic:

লিকুই মলি ইঞ্জিন অয়েল খুব কম সময়ে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে, এর মূল কারন তারা দাম অনুযায়ী পন্যের মান ভালো দিয়ে থাকে, এছাড়া তারা বাইকের জন্য সকল প্রকার লুব্রিকেটিং প্রোডাক্ট নিয়ে এসেছেন, তাদের ইঞ্জিন অয়েল পারফর্মেন্স বাইকের জন্য ভালো, এই ইঞ্জিন অয়েলের ড্রেন পিরিয়ড ২২০০-২৫০০+ কিলোমিটার, বাজারে এটি ১৪৫০ টাকায় পাবেন।
5. Shell Advance Ultra 4T 10W-40:

এই ইঞ্জিন অয়েল ব্যবহারে আপনার বাইকের সাউন্ড এবং ইঞ্জিন স্মুথনেস ভালো পাবেন, তবে এর হিটিং ইস্যু রয়েছে, তবে এটি গুরুত্বর সমস্যা নয়, অনেক Suzuki GSXR ও Suzuki Bandit 150 ব্যবহারকারীরা এই অয়েল বাইক ব্যবহারের শুরু থেকেই ব্যবহার করে আসছে, এটি ২৫০০+ কিলোমিটার ব্যবহার করা যাবে, এর দাম বর্তমানে ১৩৫০ টাকা।
আমরা Suzuki GSXR ও Suzuki Bandit 150 জন্য সেরা ৫টি ইঞ্জিন অয়েল উল্লেখ করেছি, এসব সিন্থেটিক ইঞ্জিন অয়েল তবে আপনি চাইলে এই কোম্পানির মিনারেল ও সেমি-সিন্থেটিক অয়েল ব্যবহার করতে পারেন, তবে আমরা স্পোর্টস বাইকের জন্য সিন্থেটিক ইঞ্জিন অয়েল রেকোমেন্ড করি, অব্যশই ইঞ্জিন অয়েল গ্রেড মেইন্টেন করে ব্যবহার করবেন।
