স্পোর্টস বাইক সাধারনত শখের জন্য ব্যবহার হয়ে থাকে, কারন কেউই দৈনন্দিন কাজের জন্য বা যাতায়াতের জন্য স্পোর্টস বাইক ব্যবহার করে না, স্পোর্টস বাইকের পারফর্মেন্স এবং রাইডিং পজিশন এর জন্য বেশির ভাগ মানুষ এটি কিনে থাকে, বাংলাদেশের জনপ্রিয় কিছু স্পোর্টস বাইকের মধ্যে Yamaha R15 series, Honda CBR, Suzuki GSXR, GPX Demon, Lifan KPR এই বাইকগুলো জনপ্রিয়। স্পোর্টস বাইক কেনার প্রধান উদ্দেশ্য থাকে এর লুকস, পারফর্মেন্স, এর জন্য ইঞ্জিন ও বাইকের মেন্টেনেন্স গুরুত্বপূর্ণ, এছাড়া ভালো মানের ইঞ্জিন অয়েল, নিম্নে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এবং স্পোর্টস বাইকের জন্য ভালো এমন সেরা ৫টি ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের জানাবো।
১. MOTUL 7100 FULLY SYNTHETIC
এটি মটুলের সিনথেটিক ইঞ্জিন অয়েল, বাংলাদেশের বাজারে অধিক বিক্রিত সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে অন্যতম

এবং এর ব্যবহারকারীদের থেকে এর ভালো রিভিউ পাওয়া গেছে। এটি আবহাওয়া ও রাস্তা ধরন অনুযায়ী ২২০০-২৫০০ ব্যবহার করা যায়। এর সকল গ্রেড বাংলাদেশের বাজারে পাওয়া যায়।
MOTUL 7100 FULLY SYNTHETIC ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্যঃ ১৩০০ টাকা।
২.SHELL ADVANCE ULTRA 4T
ইঞ্জিন অয়েলের জগতে shell একটি বিশ্বস্ত নাম, তারা প্রায় সকল প্রকারের যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল প্রস্তুত করে থাকে। shell advance ultra 4t একটি সিন্থেটিক ইঞ্জিন অয়েল, এটি ব্যবহার করে বাইকের ইঞ্জিন বেশ স্মুথ থাকে, এবং বাইকের সাউন্ড স্মুথ রাখে। এটি ২২০০-২৫০০ কিলোমিটার ব্যবহার করা যায়। এর 10W40 গ্রেড বাংলাদেশের বাজারে পাওয়া যায়।
SHELL ADVANCE ULTRA 4T synthetic ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্যঃ ১৩৪৫ টাকা।
৩.Motul 300V
Motul 300V মটুলের অন্যতম ভালোমানের ও বিখ্যাত ইঞ্জিন অয়েল। স্পোর্টস বাইক ও প্রিমিয়াম বাইকের জন্য এই ইঞ্জিন অয়েল বেশি ব্যবহার করা হয়, এটি ব্যবহারে পিকাপ রেসপন্স ও সাউন্ড ভালো হয়। উচ্চ আরপিইম বাইকের পারফর্মেন্স ভালো দেয়, এটি লং রাইডে পারফর্মেন্স বেশ ভালো।
Motul 300V ইঞ্জিন অয়েলের বাংলাদেশ মুল্য; ১৬০০ টাকা
৪.Liqui Molly Street Race
লিকুইমলি একটি জার্মানি লুব্রিকেন্ট ব্র্যান্ড, তারা সকল প্রকার যানবাহনের জন্য ইঞ্জিন অয়েল প্রস্তুত করে থাকে। Liqui molly Street race একটি সিন্থেটিক অয়েল এটি বেশ জনপ্রিয় একটি ইঞ্জিন অয়েল, এটি ২২০০-২৫০০ কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা যায়। বাংলাদেশে এর 10W40, 10W50 গ্রেড পাওয়া যায়।
Liqui Molly Street Race বাংলাদেশ মুল্য; ১২৫০ টাকা
৫.Mobil 1TM Racing 4T
মবিল বাংলাদেশে একটি সুপরিচিত ও বিশ্বস্ত লুব্রিকেন্ট ব্র্যান্ড, সাধারন মানুষের মধ্যে বেশিরভাগ ইঞ্জিন অয়েলকে মবিল বলে চিনে থাকে। মবিল ব্যবহারকারীদের কাছে তাদের কোয়ালিটির জন্য বিখ্যাত। Mobil 1TM Racing 4T সিন্থেন্টিক ইঞ্জিন অয়েল এর 10W40 গ্রেড বাংলাদেশ বাজারে পাওয়া যায়, এটি দিয়ে ২৫০০-২৮০০ কিলোমিটার ব্যবহার করা যায়।
Mobil 1TM Racing 4T বাংলাদেশ মুল্য; ১৫৪০ টাকা।
চাহিদা ও বিক্রয়ের দিক থেকে বিবেচনা করে বাংলাদেশের সেরা ৫টি ইঞ্জিন অয়েলের বিস্তারিত তুলে ধরা হলো। আপনার বাইকের গ্রেড ঠিক রেখে চাইলে ব্যবহার করতে পারেন।