2023-05-22
YOHE 978 Game Changer ব্যবহার অভিজ্ঞতা – আকাশ

সামারি
এই দামের মধ্যে এত সুন্দর লুকস সত্যি অভাবনীয়। আমার মনে হয় না যে এই দামের মধ্যে এত সুন্দর ও শার্প হেলমেট অন্য কোন ব্রান্ডের আছে। সবাই এই হেলমেটের লুকস দেখে প্রেমে পড়তে বাধ্য । এরপরে আসি যদি বিল্ড কোয়ালিটি নিয়ে, আমার কাছে বিল্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এই দামের মধ্যে যে বিল্ড কোয়ালিটি দিচ্ছে তা সত্যিই আমার পছন্দ হয়েছে ।
YOHE 978 Game Changer হেলমেটটি আমি প্রায় বিগত ১ বছর ধরে ব্যবহার করছি। আমি এই হেলমেট কেনার আগে বাজারে অনেক হেলমেট কিন্তু এটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। প্রথমে যদি এর ভালো দিকের কথা বলি তাহলে এর লুকস এর কথা বলতেই হয়। এই দামের মধ্যে এত সুন্দর লুকস সত্যি অভাবনীয়। আমার মনে হয় না যে এই দামের মধ্যে এত সুন্দর ও শার্প হেলমেট অন্য কোন ব্রান্ডের আছে। সবাই এই হেলমেটের লুকস দেখে প্রেমে পড়তে বাধ্য । এরপরে আসি যদি বিল্ড কোয়ালিটি নিয়ে, আমার কাছে বিল্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এই দামের মধ্যে যে বিল্ড কোয়ালিটি দিচ্ছে তা সত্যিই আমার পছন্দ হয়েছে ।
এই হেলমেটের সাথে ভালো মানের দুটি ভাইজর দেওয়া হয় এবং সত্যি বলতে আমার কাছে ভাইজর দুটো অনেক বেশি ভালো মনে হয়েছে। ভাইজর দুটি হল একটা স্মোকি আরেকটা সাদা । আমি এর আগে অনেক হেলমেট ব্যবহার করেছি কিন্তু এই বাজেটের মধ্যে এরকম ভাইজর অকল্পনীয়।
প্যাডিংগুলো আমার কাছে অনেক নরম মনে হয়েছে এবং লং রাইডের জন্য প্যাডিং পারফেক্ট।
খারাপ দিকের মধ্যে আমার কাছে এই হেলমেটের ভেন্টিলেশন সিস্টেমটা ভালো লাগেনি। এটা অন্যান্য হেলমেট যেগুলো ব্যবহার করেছি তার থেকে খারাপ মনে হয়েছে। বাইক রাইড করার সময় ভেন্টিলেশন খোলা রেখে রাইড করলে বাতাস পাস হয় না। আমার কাছে এটাই খারাপ দিক মনে হয়েছে। এছাড়া তেমন আর কোন খারাপ দিক আমার মনে হয়নি।
এই ছিলো আমার YOHE 978 Game Changer হেলমেট নিয়ে ভালো মন্দ অভিজ্ঞতা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমার এর রিভিউ পড়ে।