2022-03-30
Yohe 978 Game Changer ব্যবহারকারীর অভিজ্ঞতা রিমন মাহমুদ

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ আজ আপনাদের কাছে তুলে ধরবো আমার Yohe 978 game changer হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা, এই হেলমেট আমি দীর্ঘ ১ বছর যাবত ব্যবহার করছি, এর কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। এই হেলমেট European standard ECE দ্বারা Certified। হেলমেটটির শেল ABS Material দিয়ে তৈরি যা বেশ শক্ত ও মজবুত। এই হেলমেটে ৩টি ভেন্টিলেসন রয়েছে, ১টি হেলমেটের নিচের অংশে ও ২ টি হেলমেটের উপরের অংশে যা হেলমেটকে বাতাস প্রবাহিত করতে সহায়তা করে থাকে, এবং এতে ২টি Exhaust ভেন্ট রয়েছে যা প্রবাহিত গরম বাতাস বের করতে সহয়তা করে। এই হেলমেটের প্যাডিং শুরুর দিকে কিছুটা শক্ত থাকে তবে কিছু সময় ব্যবহারের ফলে তা সহনীয় পর্যায়ে চলে আসে। এই হেলমেট ক্লিয়ার ভাইসর এর সাথে পাওয়া যায়,আমি দিন ও রাত উভয় সময়ে বাইক চালিয়েছি এবং আমার কাছে কোন প্রকার সমস্যা মনে হয়নি, এছাড়া কালো ও সোনালি রঙের ভাইসর পাওয়া যায়।এই হেলমেটের শেষের দিকে একটি স্পয়লার রয়েছে, যা এরোডাইনামিকের ভাব প্রদান করে ও উচ্চ গতিতে বাতাস কেটে সামনে যেতে সাহায্য করে। নিম্নে এই হেলমেটের কিছু ভালো ও খারাপ দিক তুলে ধরা হল।
ভালো দিক সমূহঃ
১. বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে।
২. হেলমেটটির গ্লসি ব্ল্যাক কালার ও এর ডিজাইন হেলমেটটিকে অনেক আকর্ষণীয় করে তোলে।
৩. তুলনামূলক ভাবে হেলমেটটির ওজন বেশ কম
৪.ভাইসর প্রসস্থ, দিন ও রাত উভয় সময়ে ব্যবহার উপযোগী এছাড়া ভিন্ন রঙের ভাইসর পাওয়া যায়।
৫. হেলমেটটির স্পয়লার হেলমেটটিকে সুন্দর করে তোলে ও উচ্চ গতিতে বাতাস কেটে সামনে যেতে সাহায্য করে।
খারাপ দিক সমূহঃ
১. হেলমেটটির প্যাডিং প্রথমদিকে কিছুটা শক্ত ও দীর্ঘদিন ব্যবহারের ফলে বেশ কিছুটা চেপে আসে।
২. শহরের ট্র্যাফিক জ্যম এর মধ্যে অবস্থান করলে বেশ ভালো পরিমানে মাথা ঘামে। এক্ষেত্রে আমার হেলমেটটিতে ভেন্টিলেশন ও বাতাসের প্রবাহ কম মনে হয়েছে।
৩. দাম অনুযায়ী হেলমেটের লক খুবই সাধারন মানের
৪. হেলমেটটি কালো রঙের হওয়ায় এতে খুব দ্রুত দাগ পড়ে যাওয়ার সম্ভবনা থাকে।
এই ছিলো আমার YOHE 978 GAME CHANGER হেলমেট ব্যবহার সম্পর্কে বিস্তারিত। এছাড়া এই দামে MT STINGER হেলমেটটি দেখতে পারেন।