2021-12-20
Steelbird Air SBA1 Speed হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা শোয়েব জামান

আমি শোয়েব জামান বর্তমানে ব্যবহার করছি Steelbird Air SBA-1 Speed। বাইক কেনার পর আমি অনেক হেলমেট খুজেছি কিন্তু আমার বাজেট কম থাকার কারনে আমি এই হেলমেট বেছে নিয়েছি। অন্যদিকে যারা এই মডেলের হেলমেট ব্যবহার করেন তারা সবাই হেলমেট ব্যবহার করে অনেক সন্তুষ্ট এবং তাদের ভাষ্যমতে , কম বাজেটে সেরা একটি হেলমেট হল এই Steelbird Air SBA-1 Speed। আমি ২২০০ টাকা দিয়ে এই হেলমেট কিনেছি এবং এখনও ভালো মতই ব্যবহার করছি। Steelbird Air SBA-1 Speed এর ডিজাইন ও গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই বাজেটে আমি অন্যান্য হেলমেটের সাথে তুলনা করে দেখেছি যে এটাই অনেক ভালো। যেহেতু আমি অনেক দিন যাবত এটি ব্যবহার করছি তাই আমি মনে করি যে আপনাদের সাথে এই হেলমেটের ভালো মন্দ কিছু দিক শেয়ার করি।
Steelbird Air SBA-1 Speed এর ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি
•হেলমেটটি ব্যবহার করে এবং পড়ে যথেষ্ট আরামদায়ক এবং আমি যতই রাইড করি না কেন কোন অস্বস্তিবোধ করি না।
•ওজন কম যার ফলে আমার মাথাব্যাথা না কাঁধ ব্যথা হয় না এবং একটানা অনেকক্ষণ পড়ে থাকা যায়।
•প্যাডিং গুলো বেশি আরামদায়ক এবং সহজেই ধোয়া যায়।
•কম বাজেটে অনেক সুন্দর একটি হেলমেট যা আমার নজর কেড়েছে।
Steelbird Air SBA-1 Speed এর মন্দ দিক
•আমার কাছে মনে হয়েছে যে ভাইজর আরও ভালো মানের ব্যবহার করার সুযোগ ছিলো।
সব কিছু মিলিয়ে দামের দিক থেকে আমার কাছে এই হেলমেট অনেক ভালো মনে হয়েছে এবং এটা ইন্ডিয়ান আইএসআই সার্টিফাইড হওয়ার কারনে মানটা অনেক ভালো আছে। যারা কম দামের মধ্যে সুন্দর একটি হেলমেট খুঁজছেন তারা এই হেলমেট নিঃসন্দেহে নিতে পারেন।