2022-03-13
SMK Stellar Stage MA217 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা মোস্তাফিজুর রহমান

বাইক কেনার আগের যেমন আমার পছন্দের বাইক খুঁজছিলাম ঠিক তেমন বাইক কেনার সময় আমার মাথায় আসে ভালো মানের হেলমেট। আমি মনে করি যে, একটি ভালো সার্টিফাইড হেলমেট রক্ষা করতে পারে আমাদের জীবন তাই বাইক চালানোর সময়ে হেলমেট অবশ্যই পরিধান করা উচিত। বাজারে আমি বিভিন্ন ব্রান্ডের হেলমেট দেখি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে SMK Stellar Stage MA217 । গত ৮ মাস যাবত আমি এটি ব্যবহার করছি। এই হেলমেট ব্যবহার করে আমি কি কি ভালো মন্দ দিক পাচ্ছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো।
SMK Stellar Stage MA217 হেলমেট এর ভালো দিক
-আমার কাছে প্রথম দর্শনে এই হেলমেট এর আউটলুক অনেক বেশি ভালো লেগেছে। আমি বাজারে অন্যান্য হেলমেট এর সাথে তুলনা করে দেখলাম যে এই হেলমেট অনেক বেশি সুন্দর।
-এদিকে ECE সার্টিফিকেশন থাকার কারণে আমি ব্যবহার করে অনেক নিরাপদ অনুভব করি। আমার কাছে মনে হয়েছে যে এই হেলমেটে বাজেট অনুযায়ী ভালো সার্টিফিকেশন দেওয়া আছে।
-পিন লক সিস্টেম ও এন্টি ফগ ভাইজর আমাকে রাইড করতে অনেক সাহায্য করে। শীতে এই হেলমেট ব্যবহার করে এই দুই দিক থেকে অনেক ভালো সাপোর্ট আমি পাই।
-প্যাডিং অনেক আরামদায়ক যার ফলে আমি দীর্ঘ রাইডে হেলমেট পড়ে কোন আস্বস্তি অনুভব করি না।
-এয়ার ভেন্টিলেশন সিস্টেম ভালো হওয়ার কারণে আমি গরমে হেলমেট পড়ে খুব আরাম অনুভব করি।
SMK Stellar Stage MA217 এর মন্দ দিকের মধ্যে আমি শুধুমাত্র এই হেলমেট এর ওজন বেশি পেয়েছি। এই ওজন বেশি হওয়ার কারণে অনেকক্ষণ রাইড করলে আমার একটু অসুবিধা হয়।
আমি এই হেলমেট ৪,৮০০ টাকা দিয়ে কিনেছি এবং এই বাজেটে আমার কাছে ভালো হেলমেট মনে হয়েছে।