2023-05-31
Shark Skwal2.2 Nukhem ব্যবহার অভিজ্ঞতা প্রায় ২৩,০০০ কিলোমিটার

সার্টিফাইড হেলমেট রাইডিং করার সময় খুব ভালো নিরাপত্তা প্রদান করে। আমি বাইক রাইডের কথা চিন্তা করলেই প্রথমে চিন্তা করে ভালো মানের একটি সার্টিফাইড হেলমেট। বাজারে অনেক সার্টিফাইড হেলমেট বর্তমানে দেখা যায় এবং তার মধ্যে থেকে আমি পছন্দ করে নিয়েছি Shark Skwal2.2 Nukhem । এই হেলমেট নিয়ে আমি প্রায় ২৩,০০০ কিলোমিটার রাইড করেছি। আজকে আপনাদের সাথে আমি আমার ব্যবহৃত Shark Skwal2.2 Nukhem হেলমেট ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো।
সামারি
আমি বাইক রাইডের কথা চিন্তা করলেই প্রথমে চিন্তা করে ভালো মানের একটি সার্টিফাইড হেলমেট। বাজারে অনেক সার্টিফাইড হেলমেট বর্তমানে দেখা যায় এবং তার মধ্যে থেকে আমি পছন্দ করে নিয়েছি Shark Skwal2.2 Nukhem । এই হেলমেট নিয়ে আমি প্রায় ২৩,০০০ কিলোমিটার রাইড করেছি। আজকে আপনাদের সাথে আমি আমার ব্যবহৃত Shark Skwal2.2 Nukhem হেলমেট ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো।
Shark Skwal2.2 Nukhem হেলমেটের পজেটিভ দিক
১.এই হেলমেটের রয়েছে আকর্ষণীয় লুক ও ডিজাইন।
২.বিল্ট কোয়ালিটি ও সেফটির দিক থেকে শার্ক বিশ্বে তৃতীয়।
৩.১৫৫০ গ্রাম হওয়া সত্বেও ততটা ভারি অনুভব হয়না বা ঘাড় ব্যথা করেনা
৪.ভিশন খুব ভালো।
৫.প্যাডিং কোয়ালিটি টপ নচ।
৬.ইনবিল্ট রিচার্জেবল হ্যাজার্ড লাইটিং সিস্টেম।
৭.ইনবিল্ট সেকেন্ডারি সান প্রোটেকশন ব্লাক ভাইজর।
৮.বক্সের সাথে ফ্রিতে দেয়া পিনলক ৭০ যা বৃষ্টি/শীতকালেও ভিশন ঠিক রাখতে সহায়তা করে।
#নেগেটিভ দিক
১.ভাইজরের কোয়ালিটি খুবই নিম্নমানের। ৪-৫ মাস নিয়মিত ব্যবহার করলেই ভাইজর ভেঙে যায়। ২ বছরেরও কম সময়ে স্টকসহ এখন পর্যন্ত তিনটা ভাইজর ভেঙ্গেছে আমার। প্রতিটি ভাইজরের দাম ৫-৬ হাজার টাকা যা খুবই ব্যয়বহুল।
২.এয়ারফ্লো হয়না বল্লেই চলে। যেহেতু এটি ফ্রান্সের হেলমেট এবং ফ্রান্স শীতপ্রধান দেশ তাই তাদের আবহাওয়ার সাথে মিল রেখেই হেলমেটটি বানানো হয়েছে। তাই বাংলাদেশে শীতকালে ব্যবহার করে খুব ভালো লাগলেও গরমকালে ততটা কম্ফোর্টেবল থাকেনা।
৩.আফটার সেলস সার্ভিস ভালোনা। প্রায় ৪ মাস থেকে আমি কোথাও ভাইজর খুঁজে পাচ্ছিনা। ইম্পোর্টারদের এই বিষয়টা দ্রুত সমাধান করা উচিত।
এই ছিলো আমার Shark Skwal2.2 Nukhem হেলমেট নিয়ে পজিটিভ ও নেগেটিভ দিক। আশা করি আপনারা এই বিষয়ে পরিস্কার একটি ধারণা লাভ করতে পেরেছেন।