2021-12-22
LS2 FF352 Rookie One হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা মুবাশশির

আমি যখন বাইক কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তখনই বাইক কেনার সাথে সাথে ভালো মানের একটি হেলমেট খুঁজছিলাম । আমি বিশ্বাস করি যে, একটি ভালো মানের হেলমেট পড়ে বাইক রাইড করলে দুর্ঘটনায় ক্ষতি কম হয় এবং নিজেকে নিরাপদ রাখা যায়। আমার কাছে বাজারে অন্যান্য সব হেলমেটের থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে LS2 FF352 Rookie One । কারণ আজ থেকে প্রায় ৩.৫ বছর আগে যখন আমি হেলমেট কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার অঞ্চলের লোকাল মার্কেটে এই হেলমেট ছাড়া অন্য কোন হেলমেট পছন্দ হয়নি যার কারনে সব কিছু বিচার বিবেচনা করে আমি এটাই নিয়েছি। প্রায় ৩.৫ বছর ব্যবহার করার পর আমি এই হেলমেট এর কিছু ভালো মন্দ দিক পেয়েছি যা আজকে আপনাদের সামনে তুলে ধরবো।
LS2 FF352 Rookie One এর ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি
•এই হেলমেটের বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। যেহেতু আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি তাই নিঃসন্দেহে বলতে পারি যে এই হেলমেটের বিল্ড কোয়ালিটি অনেক ভালো। অন্যদিকে আমার কাছে কালার কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে।
•এয়ার ভেন্টিলেশন সিস্তেমটাও অনেক সুন্দর। আমি গরমের দিনে বাইক রাইডিং করা অবস্থায় এই হেলমেট থেকে খুব ভালো সাপোর্ট পাই এয়ার ভেন্টিলেশন সিস্টেম থেকে।
•প্যাডিংগুলো অনেক আরামদায়ক যার কারণে হেলমেট পড়ে বাইক রাইড করলে আমার কোন সমস্যা অনুভব হয় না।
LS2 FF352 Rookie One এর মন্দ দিক
•এই হেলমেটের সাথে যে ভাইজর দেওয়া আছে সেটা আমার কাছে খুব উন্নতমানের মনে হয়নি কারণ এই ভাইজর অল্পতেই স্ক্র্যাচ পড়ে।
•অন্যদিকে আমি যদি ভাইজর বন্ধ করে স্বজোরে নিঃশ্বাস ফেলি তখন সামনের অংশ ঘোলা হয়ে যায় যেটা রাইডিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
•ভেন্টিলেশন সিস্টেম আর ভাইজরের অবস্থান খুব কাছাকাছি হওয়ার ফলে ভাইজর যখন উপরের দিকে তুলি তখন এই ভাইজরে ঘষা লাগে।
•হেলমেটের পেছনের আউটলুক আরও উন্নত করার সুযোগ ছিলো।
আমি মাত্র ৫,০০০ টাকা দিয়ে এই হেলমেট কিনেছি । আমার মতে বাজেট অনুযায়ী এই হেলমেট থেকে ভাল ফিডব্যাক পাচ্ছি ।