2022-03-01
LS2 FF 800 হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা শাহারিয়ার আহমেদ

আমি বাইক রাইড করার সময় সর্বদা সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে পছন্দ করি কারণ এই হেলমেট ব্যবহার করে আমি নিজেকে অনেক নিরাপদ অনুভব করি এবং এই হেলমেট আমাদের মাথার আঘাত রক্ষা করতে অনেকটাই সাহায্য করে। আমি যেদিন বাইক কিনি সেদিন থেকে খুজতে থাকি ভালো মানের একটি হেলমেট যা আমাকে আরাম সরবরাহ করবে। অনেক খুঁজাখুঁজির পর আমি দেখতে পেলাম যে LS2 FF 800 হেলমেট বাজারে অনেক সুলভমুল্যে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটের মধ্যে এই হেলমেটের সর্বাধিক নিরাপত্তা রয়েছে। তাই দেরি না করে কিনে ফেলি LS2 FF 800 । আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই হেলমেটের কিছু ভালো মন্দ দিক নিয়ে।
LS2 FF 800 হেলমেট ব্যবহার করে আমি যে সকল ভালো দিক পেয়েছি
•আমার কাছে এই হেলমেটের ডিজাইন একদম মার্জিত মনে হয়েছে কারণ এর ডিজাইন থেকে শুরু করে প্রতিটা বিষয় খুব সুন্দর । তাই আমার কাছে এই হেলমেটের ডিজাইনটা অনেক ভালো লেগেছে।
•হেলমেট পড়ে রাইড করে আমি খুব আরাম অনুভব করি। ভেতরের প্যাডিং অনেক আরামদায়ক যার ফলে আমি এই হেলমেট পড়ে লং রাইড করেও কোন অস্বস্তিবোধ করি না। আমার কাছে এই হেলমেটের আরাম ও প্যাডিং সিস্টেম অনেক বেশি ভালো লেগেছে।
•ওজন ডিস্ট্রিবিউশন অনেক বেশি ভালো যার কারণে আমার কাঁধে ব্যাথা বা লং রাইডে মাথায় এক্সট্রা কোন চাপ পড়ে না এবং স্মুথভাবে রাইড করতে পারি।
•হাইওয়েতে বেশি স্পীডে রাইড করলে কিংবা শহরের রাস্তায় রাইডের ক্ষেত্রে আমার কাছে বাইরের নয়েজ অনেক কম মনে হয়েছে। আমি দেখেছি যে বেশি স্পীডে রাইড করলে অস্বস্তি কোন নয়েজ হয় না।
•আমি যে দোকান থেকে হেলমেট কিনেছি তারা আমাকে তাদের সার্ভিস শিডিউল অনুযায়ী খুব ভালো সার্ভিস দিয়েছে।
LS2 FF 800 হেলমেট ব্যবহার করে আমি মন্দ কোন দিন এখনও খুঁজে পাইনি। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এই হেলমেট ব্যবহার করে তাই আপনাদের এই হেলমেট ব্যবহারের পরামর্শ দিবো।