2022-03-15
KYT TT Course Leopard হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ

আসসালামুয়ালাইকুম, আমি রিমন মাহমুদ আমার বর্তমান ঠিকানা রাজশাহী । আজকে আমি আমার KYT TT course Leopard হেলমেট ব্যবহারের পর আমার মতামত আপনাদের কাছে তুলে ধরব, এই হেলমেট আমি গত ১ বছর যাবত ব্যাবহার করে আসছি এবং ব্যাবহার করতে গিয়ে এর বেশ কিছু ভালো ও মন্দ দিক খুজে পেয়েছি । KYT TT course Leopard একটি স্বল্প বাজেটের ফুলফেস সার্টিফাইট হেলমেট , এতে রয়েছে ৬ টি ভিন্ন ভিন্ন সাটিফিকেশন যেমন : ECE,CCC,JIS,NBR,CHASS,CNS,PS,DOT ইত্যাদি । এই হেলমেটের প্যাডিং খুবই আরামদায়ক এবং এটি পরবর্তীতে পরিস্কার যোগ্য আমি ব্যাবহার করে বেশ আরামদায়ক বোধ করেছি , এছাড়া এই হেলমেটের ভাইসর প্রসস্থ ও দিন ও রাত উভয় সময়ে ব্যাবহার উপযোগী । আমি দিন ও রাত এই ২ সময়ে এটি দিয়ে বাইক চালিয়েছি এতে করে কোনো প্রকার সমস্যা হয়না , এছাড়া এটিতে সহজে দাগ পড়েনা । এই হেলমেটে রয়েছে ৪টি ভেন্টিলেশন , যার ম্যাধমে বাতাস খুব সহজে হেলমেটের ভিতরের অংশ ঠাণ্ডা করে, একটি ভেন্ট হেলমেটের নিচের দিকে , একটি হেলমেটের সামনের দিকে এবং ২ টি পেছনের দিকে রয়েছে । এই হেলমেটের shell: Adt Ressin injection দিয়ে গঠিত, এটি অনেক মজবুত ও শক্ত দুর্ঘটনার ক্ষেত্রে এটি আপনাকে সুরক্ষা প্রদান করবে। নিচে এই হেলমেটের কিছু ভালো ও কিছু মন্দ দিক নিয়ে আলোচনা করব ।
ভালো দিক
•এই হেলমেটের প্যাডিং খুবই আরামদায়ক আমার কাছে এটি ব্যাবহার করে বেশ ভালো লেগেছে , এবং এটি পরিষ্কার করার সূ্যোগ আছে।
•ভাইসর CLEAR এবং প্রসস্থ এতে সহজে দাগ পড়েনা , কালো ভাইসর ও পাওয়া যায় ।
•ভেন্টিলেশন দিয়ে বাতাস খুব প্রবাহ হয়, এতে করে হেলমেটের ভিতরের অংশ ঠাণ্ডা থাকে ।
•হেলমেটের লক উন্নতমানের এবং বেশ শক্ত এটি সহজে খুলে আসে না ।
মন্দ দিক
•হেলমেটটি মাথা থেকে খুলে ফেলার সময় এর প্যাডিং কিছু অংশ বেরিয়ে আশে ।
•একটি নির্দিষ্ট গতিতে চালানোর সময় কিছু বাতাসের শব্দ অনুভুব করা যায় ভেন্টিলেসন থেকে।
এই ছিল আমার KYT TT course Leopard হেলমেট সম্পকে বিস্তারিত মতামত । এই বাজেটে এছাড়াও MT TARGO PRO হেলমেটটি পারেন । এরপরে AGV K5 হেলমেটটি নেয়ার ইচ্ছা আছে।