2022-11-06
KYT TT Course Jauime Masia Flux ব্যবহারের অভিজ্ঞতা মাহাদী হাসান

আমার কাছে বাইক রাইডের ক্ষেত্রে সার্টিফাইড হেলমেটের ব্যবহারের প্রাধান্য অনেক বেশি কারন আমি বাইক রাইডের সময় নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমি যখন একটি হেলমেট কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন দেখলাম যে বাজারে অনেক ভালো ভালো ব্রান্ডের সার্টিফাইড হেলমেট আছে এবং সেগুলোর দাম ফিচারস ও কোয়ালিটি অনুযায়ী বেশ ভালো । আমি পছন্দ করে নিয়েছি KYT TT Course Jauime Masia Flux হেলমেট কারণ এটা আমার বেশি নজর কেড়েছে। আজকে আমি আপনাদের সাথে এই হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরবো।
KYT TT Course Jauime Masia Flux হেলমেটের ভালো দিক
• প্রথমত আমার কাছে এই হেলমেটের প্রিমিয়াম লুকস অনেক বেশি ভাল লেগেছে। এই হেলমেটটি দেখতে প্রায় সব দিক থেকেই আমার কাছে অনেক সুন্দর লাগে।
• প্যাডিং সিস্টেম বেশ আরামদায়ক যার ফলে আমি যখন এটা পড়ে বাইক রাইড করি তখন আমার কাছে ভালো আরাম অনুভব হয় এবং আমি ব্যবহার করে আরাম পাই।
• শহরের রাইডের ক্ষেত্রে অনেক হেলমেট আছে যেগুলো ব্যবহার করে তেমন ভালো অনুভুতি হয় না কিন্তু আমার কাছে KYT TT Course Jauime Masia Flux হেলমেট শহরে ব্যবহার করে বেশ ভালো লেগেছে।
• এয়ার ভেন্টিলেশন সিস্টেম আমার কাছে দারুন লেগেছে। আমি শহরের রাস্তা কিংবা হাইওয়েতে রাইড করার সময় এর এয়ার ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো পেয়েছি।
• বডি শেল এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে । প্রায় সব ভাবেই এই হেলমেটটা ব্যবহার করা যায়।
KYT TT Course Jauime Masia Flux হেলমেটের খারাপ দিক
• আমার কাছে এই হেলমেট ব্যবহার করার পর বাইরের শব্দ অনেক বেশি মনে হয়েছে। শহরে কিংবা হাইওয়েতে এই হেলমেটের নয়েজ একটু বেশি অনুভুত হয়।
• সামান্য ঘষা খেলেই মারাত্মক ভাবে দাগ পড়ে যেটা আমার কাছে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
• পেছনের স্পোয়লারটার কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম করা যেত।
এই ছিলো আমার KYT TT Course Jauime Masia Flux হেলমেট ব্যবহারের ভালো এবং খারাপ দিক । আশা করি আপনারা সবাই আমার এই রিভিউ এর মাধ্যমে ভালো খারাপ সহজেই বুঝতে পেরেছেন।