2023-05-22
KYT Leopard হেলমেট ব্যবহার অভিজ্ঞতা – আকাশ

শখের বসে মানুষ অনেক জিনিস ক্রয় করে আর আমি বাইকের জন্য শখের বসে অনেক জিনিস ক্রয় করে থাকি যার মধ্যে হেলমেট অন্যতম। আমার বর্তমানে দুটি বাইক রয়েছে এবং দুটি হেলমেট রয়েছে। YOHE হেলমেট নিয়ে আপনাদের সাথে ভালো মন্দ বিষয় শেয়ার করেছি। আজকে শেয়ার করবো KYT Leopard হেলমেট নিয়ে যা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যবহৃত KYT Leopard হেলমেট এর ভালো মন্দ দিক।
সামারি
আমি বাইকের জন্য শখের বসে অনেক জিনিস ক্রয় করে থাকি যার মধ্যে হেলমেট অন্যতম। আমার বর্তমানে দুটি বাইক রয়েছে এবং দুটি হেলমেট রয়েছে। YOHE হেলমেট নিয়ে আপনাদের সাথে ভালো মন্দ বিষয় শেয়ার করেছি। আজকে শেয়ার করবো KYT Leopard হেলমেট নিয়ে যা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যবহৃত KYT Leopard হেলমেট এর ভালো মন্দ দিক।
প্রথমত ডিজাইনটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে কারণ এই ধরনের ডিজাইন আমি দেখেছি যে রেসিং ট্র্যাকে ব্যবহার করা হয় যা সত্যি আমাকে আকৃষ্ট করেছে।
ওজন ডিস্ট্রিবিউশনগুলো অনেক ভালো। ১৫০০ গ্রাম মাথায় নিয়ে রাইড করলে মনেই হয় না যে হেলমেটের এত ওজন।
প্যাডিংগুলো আমার কাছে অনেক নরম মনে হয়েছে এবং লং রাইডের জন্য প্যাডিং পারফেক্ট।
মন্দ দিকের মধ্যে আমি শুধুমাত্র একটি বিষয় খুঁজে পেয়েছি তা হল এই হেলমেটের যে গ্লসি ফিনিশিং তা অল্পতেই স্ক্রাচ পড়ে যায় । এটা আমার জন্য একটু বিরক্তিকর তাছাড়া অন্যান্য সব বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছ।
KYT Leopard হেলমেট ব্যবহার করে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি। যারা এই হেলমেট কিনতে চাচ্ছেন তাদের আমি বলবো যে অবশ্যই হেলমেট কিনতে পারেন। এই বাজেটের মধ্যে আমার কাছে সেরা মনে হয়েছে।