2022-12-26
Axxis Jaguar হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা রিমন মাহমুদ

পূর্বে আমি একটি নন-সার্টিফাইড হেলমেট ব্যবহার করেছিলাম, এরপরে আমি যখন সার্টিফাইড হেলমেট সম্পর্কে জানতে পারি তখন আমি আমার বাজেটে ভালো মানের একটি হেলমেটের খোজ করতে থাকি, এরপরে আমি Axxis ব্র্যান্ড সম্পর্কে জানতে পারি, তারা কম বাজেটে ভালো মানের হেলমেট দিয়ে থাকে, তারপরে আমি তাদের Axxis Jaguar মডেলের হেলমেট কিনতে আগ্রহী হই, বর্তমানে আমি এই হেলমেট ৬ মাস যাবত ব্যবহার করছি, আজ আপনাদের সাথে আমার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করব।
ভালো দিকঃ
• আমরা সবাই জানি কম বাজেটের হেলমেট এর বিল্ড কোয়ালিটি ভালো মানের হয়ে থাকে না, তবে এই হেলমেটের বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে যা এই বাজেটে অন্যতম সেরা।
• এর প্যাডিং কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মানের মনে হয়েছে, এটি বেশ আরামদায়ক এবং ব্যবহার করে বেশ মজা পেয়েছি, পরবর্তীতে এটি পরিস্কার করার সুযোগ রয়েছে।
• এই হেলমেটে দুইটি সারটিফিকেশন রয়েছে, ECE and DOT যা আপনাকে ভালো সুরক্ষা প্রদান করবে, আমার কাছে এটি ভালো দিক মনে হয়েছে।
• দাম অনুযায়ী মান বেশ ভালো, দাম আমার কাছে ঠিক মনে হয়েছে।
• এই হেলমেটের wide visor ভালো visibility দেয়, এছাড়া এটি anti-scratch, visorকোয়ালিটি বেশ ভালো।
• হেলমেটের লক কোয়ালিটি অনেক ভালো।
মন্দ দিকঃ
• এর ভেন্টিলেশন ভালো মনে হয়নি, বাতাসের প্রবাহ আমার কাছে যথেষ্ট মনে হয়নি,সিটি রাইডে মাথা ঘেমে যাওয়ার সমস্যা থাকে।
• Weight distribution আমার কাছে ভালো মনে হয়নি, এছাড়া এর ওজন আমার কাছে বেশি মনে হয়েছে (1550g)-+ ।
• এই হেলমেট বাংলাদেশের সব এলাকায় পাওয়া যায় না, এছাড়া সাইজ পেতে সমস্যা হয়েছে।
এই ছিলো Axxis Jaguar হেলমেট সম্পর্কে আমার ব্যবহারের অভিজ্ঞতা, এই দামে Axxis বেশ ভালো মানের হেলমেট দিচ্ছে, আপনি চাইলে নিতে পারেন।