2022-01-19
Axxis Darken ViperFish হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা- পলক

আমি বাইক রাইড করার সময় ভালো মানের সার্টিফাইড হেলমেটের অভাব অনুভব করি। আমি মনে করি যে, একজন বাইক রাইডারের উচিত সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করে বাইক রাইড করা সেজন্য হেলমেট অবশ্যই পড়তে হবে। বাইক রাইডিং এর সময় হেলমেট কেনার কথা মাথায় আসলে আমি বাজারে বিভিন্ন ভালো মানের হেলমেট খুঁজতে থাকি এবং আমার নজরে আসে Axxis Darken ViperFish। আমি দেখলাম যে, কম দামের মধ্যে অত্যান্ত সুন্দর ও ECE & DOT সার্টিফিকেশন রয়েছে। তাই আর দেরি না করে এই হেলমেটটাই ক্রয় করি। আমার কাছে এই হেলমেট ব্যবহার করে কেমন লাগছে সেটি আপনাদের সাথে আজ শেয়ার করবো।
Axxis Darken ViperFish হেলমেটের ভালো দিক
•ডিজাইন ও গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মনে করি যে এই দামের মধ্যে সেরা ডিজাইন ও গ্রাফিক্স রয়েছে এই হেলমেটে।
•ওজন অনেক কম যার কারণে আমি যখন এই হেলমেট পড়ে রাইড করি তখন আমার কাছে অনেক আরাম অনুভুত হয়।
•এয়ার ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো। গরমের দিক এই হেলমেট পড়ে খুবই আরাম লাগে অন্যদিকে শীতেও ভালো আরাম অনুভব হয়।
•ওজন কম ও এয়ার ভেন্টিলেশন সিস্টেম ভালো থাকার কারণে আমি একটানা অনেকক্ষন এই হেলমেট পড়ে রাইড করলেও কোন সমস্যা হয় না।
Axxis Darken ViperFish এর মন্দ দিক
•আমার কাছে এই হেলমেটের প্যাডিং খুব একটা বেশি ভালো লাগেনি। হেলমেটের প্যাডিং আরও উন্নত করা উচিত।
আমি বলবো যে, যারা কম দামের মধ্যে সুন্দর ও ভালো মানের ডুয়াল সার্টিফাইড হেলমেট কিনতে চান তারা নিঃসন্দেহে এই Axxis Darken ViperFish কিনতে পারেন।