
নোলান গ্রুপটি ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে। মোটরসাইকেল রেসিং শিল্পের একজন অফিসিয়াল গুজি ড্রাইভার ও একজন ব্যবসায়ী ল্যান্ডার নোচি নামে তারা তাদের এই গ্রুপের যাত্রা শুরু করে। ১৯৯৮ সালে তারা গ্রেক্স ব্র্যান্ড ছাড়াও এক্স-লাইট নামে একটি সাব-ব্র্যান্ড চালু করেছে। এক্স-লাইটের মূল উদ্দেশ্য ছিল বাইকারদের জন্য সম্ভাব্য সবচেয়ে নিরাপদ হেলমেট সরবরাহ করা। বাংলাদেশের বাজারে এক্স-লাইট খুব সম্প্রতি সময়ে যাত্রা শুরু করেছে এবং ভালো মানের কিছু হেলমেট বাজারে নিয়ে এসেছে যা রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে সক্ষম। চলুন এক নজর দেখে নিই বাংলাদেশের বাজারে এক্স-লাইট এর কোন কোন হেলমেট রয়েছে এবং সেগুলোর দাম ।
X-Lite X-803 RS U.C. MOTO GP 031
এক্স-লাইট এর আকর্ষণীয় ডিজাইনের এই হেলমেটটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। সুন্দর গ্রাফিক্স ও কালার কম্বিনেশন সমৃদ্ধ এই হেলমেটের বর্তমান মূল্য ৬০,০০০ টাকা মাত্র।
X-Lite X-803 RS U.C. MOTO GP 031 সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।
X-Lite X-903 ULTRA CHEYENNE 049

নীল ও কালো রঙয়ের সংমিশ্রন এই হেলমেটকে দেখতে করেছে অনেক আকর্ষণীয়। এক্স-লাইট তাদের এই হেলমেটটি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং এই হেলমেটের দাম বর্তমানে ৫১,০০০ টাকা মাত্র।
X-Lite X-903 ULTRA CHEYENNE 049 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X-903 ULTRA NOBILES N 028

আরেকটি দেখতে সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের হেলমেট হল এই X-Lite X-903 ULTRA NOBILES N 028। বাংলাদেশের বাজারে এই হেলমেটটি পাওয়া যাচ্ছে ৫০,০০০ টাকা দামে।
X-Lite X-903 ULTRA NOBILES N 028 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X-903 ULTRA NOBILES N 030

পুর্বের হেলমেটের মত একই ডিজাইন রেখে শুধুমাত্র কালার কম্বিনেশন পরিবর্তন করে বাজারে নিয়ে আসা হয়েছে যার বর্তমান দাম রয়েছে ৫০,০০০ টাকা।
X-Lite X-903 ULTRA NOBILES N 030 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X803 RS UC GOLDEN EDITION

এক্স-লাইট আকর্ষণীয় আরেকটি হেলমেট হল এই X-Lite X803 RS UC GOLDEN EDITION। বর্তমানে তাদের এই হেলমেটটি পাওয়া যাচ্ছে ৫০,০০০ টাকায়।
X-Lite X803 RS UC GOLDEN EDITION সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X803 RS UC TATANKA43

কালো ও পারপেল কালার এর সংমিশ্রণে এই হেলমেটের গ্রাফিক্সটি অনেক আকর্ষণীয় করেছে। এক্স লাইটের অন্যান্য হেলমেটের মত এই হেলমেটের ও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। এর বর্তমান মূল্য ৫৭,০০০ টাকা।
X-Lite X803 RS UC TATANKA43 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X903 UC CHEYENNE 48

এই হেলমেটটির গ্রাফিক্স এক্স লাইটের অন্যান্য হেলমেটের মতন নজর কাড়বে। বাংলাদেশের বাজারে মাত্র ৫১,০০০ টাকায় পেয়ে যাবেন আকর্ষণীয় এই হেলমেট।
X-Lite X903 UC CHEYENNE 48 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X903 UC NOBILES N 29

দুর্দান্ত কালার কম্বিনেশন ও চোখ ধাঁধানো এই হেলমেটটি এক্স লাইট তাদের বহরে যুক্ত করেছে। এটি বাংলাদেশের বাজারে দাম নির্ধারন করা হয়েছে ৫০,০০০ টাকা মাত্র।
X-Lite X903 UC NOBILES N 29 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
X-Lite X903 UC NOBILES N27

লাল কালো আকর্ষণীয় গ্রাফিক্স এর এই হেলমেটটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ৫০,০০০ টাকায়।
X-Lite X903 UC NOBILES N27 সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
উপরিউক্ত আলোচনা থেকে আমরা দেখলাম যে বাংলাদেশের বাজারে এক্স লাইট ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা বাজেটের মধ্যে তাদের আকর্ষণীয় হেলমেট সরবরাহ করছে। রাইডাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এখানে সকল আধুনিক সব সার্টিফিকেশন ও ফিচারস ব্যবহার করেছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এক্স লাইটের সকল হেলমেট বাংলাদেশের বাজারে আরও জনপ্রিয়তা লাভ করবে।
Total view: 3062