হেলমেট বাইক চালানোর ক্ষেত্রে প্রধান ও মূল সেইফটি দিয়ে থাকে, এটি খুবই সাধারন ও প্রয়োজনীয় বস্তু এর কাজ এক্সিডেন্ট থেকে আমাদের মাথা রক্ষা করা, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার করা, তবে আমাদের মাঝে হেলমেট এর ব্যবহার নিয়ে তুলনামূলক কম সতর্কতা দেখা যায়, এবং এর কারনে প্রতিনিয়ত বাইক এক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর থেকে পরিত্রাণ পেতে আমাদের হেলমেটের ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, আজ আমরা বাংলাদেশের বাজারে পাওয়া যায় কম দামে সেরা ৫টি হেলমেট নিয়ে আলোচনা করব, এর মধ্যে বেশির ভাগ DOT& ECE সার্টিফাইড হেলমেট উল্লেখ থাকবে।
1. Vega Bolt Bunny:

Vega একটি ইন্ডিয়ান হেলমেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তারা তুলনামূলক কম দামে ভালো মানের হেলমেট দিয়ে থাকে, এই হেলমেটটি ফুল ফেস ও এর ওজন যথেষ্ট কম (1350+-50) এছাড়া এতে রয়েছে DOT & ISI certification, এটি abs material shell দিয়ে তৈরি, প্যাডিং ওয়াস করা যায় এবং খুব সহজেই খুলে নেয়া যায়, এর বর্তমান বাজার মূল্য ২৬০০ টাকা।
2. Axor Rage:

Axor হেলমেট এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এর কারন তাদের দাম অনুযায়ী মান অনেক ভালো হয়ে থাকে, Rage তাদের এট্রি বাজেটের একটি হেলমেট, এটি DOT & ECE সার্টিফাইড, এছাড়া এর লুকস অনেক বেশি আকর্ষণীয় যা তরুণদের পছন্দের, এর ওজন কিছুটা বেশি তবে এর প্যাডিং যথেষ্ট ভালো মানের, এর প্যাডিং খুলে পরিস্কার করার সুযোগ আছে, এর বর্তমান বাজার মূল্য ৩৫০০ টাকা।
3. ID Spartan Series:
ID থাইল্যান্ড এর জনপ্রিয় একটি হেলমেট ম্যানুফ্যাকচুরিং ব্র্যান্ড তারা দীর্ঘদিন থেকে হেলমেট প্রস্তুত করছেন, তারা মুলত বিভিন্ন কালার এবং গ্রাফিক্স এর হেলমেটের জন্য জনপ্রিয় এছাড়া তাদের হেলমেটে TIS& DOT certification রয়েছে, হেলমেটের ওজন ১৫০০ গ্রাম এর মত, এর সাথে iridium visor হেলমেটের সাথেই দিচ্ছে, এর বর্তমান বাজার মূল্য ৪৫০০ টাকা।
4. SOMAN SM961 Night walker:

চাইনিজ ব্র্যান্ড SOMAN তাদের এই হেলমেটে ABS shell ব্যবহার করেছে, এটি S-XXL সাইজে পাওয়া যাবে, এতে রয়েছে ECE, DOT&CCC এর সারটিফিকেশন এছাড়া এর ওজন কিছুটা বেশি (1550+-50, এই হেলমেটে দুইটি ভাইসর আছে, এছাড়া Quick release এবং install System Scratch Resistant, UV Resistant সহ
Pin lock Max Vision, optional various kinds of visor option, ইত্যাদি এই হেলমেটে পাওয়া যাচ্ছে এর প্যাডিং খুলে পরিস্কার করা যায়, এর বর্তমান বাজার মূল্য ৪৫০০ টাকা।
5. SMK Steller Graffiti:

এর মূল আকর্ষণ হচ্ছে এর গ্রাফিক্স এবং এর লুকস, যা একে এই বাজেটে অন্যান্য সব হেলমেটের থেকে সুন্দর দেখায়, SMK ইতালির ব্রান্ড, তারা হেলমেটের মান সবসময় ঠিক রাখে, এই জন্য গ্রাহক পর্যায়ে তাদের চাহিদা ব্যাপক লক্ষ করা যায়, তাদের এই হেলমেট ECE সার্টিফাইড এছাড়া এতে আছে Channeled Exhausts & Chin Air Vents, এর ওজন ১৪৫০ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ১৪৫০ টাকা।
Accident research institute (ARI) এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বাইক ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১০% ভালো মানের হেলমেট ব্যবহার করেন এবং পিলিয়ন এর ক্ষেত্রে তা ২%, এটি অনেক কম এবং আমাদের উচিত হেলমেট পড়ার বিষয়ে সতর্ক হওয়া, এতে এক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।
Total view: 10878