শক্তিশালী বাইকের সংখ্যা বাড়ার পাশাপাশি বাইকারদের মধ্যে মানসম্পন্ন প্রটেক্টিভ গিয়ার ব্যবহারের প্রবনতাও সময়ের সাথে সাথে বেড়েই চলেছে আর বাইকারদের চাহিদামাফিক এই সকল পন্য আমদানীকারক যারা আছেন তারা সবাই চেষ্টা করছেন স্বল্প খরচে মানসম্পন্ন সকল পন্য বাংলাদেসশের বাইকারদের কাছে পৌছে দিতে।
জান্নাত ট্রেডার্স বাংলাদেশে প্রথমবারের মত নিয়ে এলো Altor Smart Helmet যা আই,এস,আই সার্টিফাইড।
এলটর স্মার্ট হেলমেটের ফিচার সমূহঃ
১. বিল্ট ইন স্পিকার যার মাধ্যমে গান শোনার সুবিধা, কথা বলার সুবিধা, ভয়েস কমান্ড এর মাধ্যমে দিক নির্দেশনা বা নেভিগেশন জানার সুবিধা।
২. ব্লুটুথ এর মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করা যাবে।
৩. গুগল এসিস্ট্যান্স এর সাহায্য নেওয়ার প্রযুক্তি।
৪. মোবাইল না ছুয়েই আপনি হেলমেটের মাধ্যমে কল রিসিভ করতে পারবেন এবং কল কাটতে পারবেন।
৫.এই হেলমেটটি একটি এপ্সের মাধ্যমে পরিচালিত হবে। যেখানে আপনার নাম্বার ছাড়াও আরেকটি ইমার্জেন্সি নাম্বার সেট করা থাকবে। আপনি রাস্তায় যদি কোন দূর্ঘটনার শিকার হন তাহলে ততক্ষণাত সেই ইমার্জেন্সি নাম্বারে লোকেশন সহ এস,এম,এস চলে যাবে যে আপনি কোথায় দূর্ঘটনার শিকার হয়েছেন।
৬.এই হেলমেটটি আপনাকে আপনার রাইডিং এর নির্দেশনা দিবে, সারাদিনে কত ঘন্টা/কত কিলোমিটার আপনি রাইড করলেন, আপনার রাইডিং কেমন ছিলো ইত্যাদি।
৭. এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।
৮. ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ।
এই হেলমেটটির লাইট ভার্সন পাওয়া যাবেঃ কালো, নীল, লাল রঙে।
এবং প্রো ভার্সন পাওয়া যাবেঃ লাল, নীল, সবুজ, হলুদ রঙে।
মূল্যঃ লাইট ভার্সনঃ ১২০০০/- টাকা।
এবং প্রো ভার্সনঃ ১৫০০০/- টাকা।
বাংলাদেশে এই হেলমেটের একমাত্র পরিবেশকঃ
মেসার্স জান্নাত ট্রেডার্স,(বেগ গ্রুপের একটি প্রতিষ্ঠান). ঠিকানাঃ বাড়িঃ৭৭, রোডঃ০৯, ব্লকঃসি, নিকেতন, গুলশান, ঢাকা-১২১২.
মোবাইলঃ০১৩১৬৪১৭৭৪১(Whats App), ০১৭৭৭৭৬৯০২৩, ০১৭৭৭৭৬৯০২৬.
বাংলাদেশের ৬৪ জেলায় পরিবেশক নিয়োগ প্রক্রিয়া চলছে।
Total view: 1218